বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকে বেড়েছে সলমন খানের প্রাণের ভয়। এমনকি সেই ঘটনার পরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে হত্যা করার। এমন অবস্থায় মৃত্যু ভয় উপেক্ষা করেই কাজে ফিরছেন ভাইজান। না কেবল বিগ বসের শ্যুটিং নয়। সিকান্দর ছবির শ্যুটিংও শুরু করবেন তিনি সময় মতো। অন্যদিকে জানা গেল আরও এক খুশির খবর। কী সেটা?
আরও পড়ুন: বেণীর পর এবার থিয়েটারে ক্রমাগত চলা নিগ্রহ নিয়ে সরব কোরক! পদাতিকের 'যুবক মৃণাল' বললেন...
সময় মতোই সিকান্দর ছবির শ্যুটিংয়ে ফিরছেন সলমন
আগামী বছর ইদের সময় মুক্তি পাওয়ার কথা সিকান্দর ছবিটির। জানা গিয়েছে এ আর মুরুগাদোস পরিচিত এই ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই পুনরায় শুরু করে দিয়েছেন সলমন খান। অতিরিক্ত নিরাপত্তা রক্ষী রেখে কাজে মন দিয়েছেন তিনি। বাড়তি নিরাপত্তার মধ্যে মৃত্যু ভয় উপেক্ষা করেই কাজ করছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, 'যেমন প্ল্যান ছিল সেই অনুযায়ী সিকান্দর ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন সলমন খান।'
সিংঘম এগেন ছবিতে সলমন খানের ক্যামিও
এই ছবির নির্মাতাদের তরফে একজন ব্যক্তি জানিয়েছেন সিংঘম এগেন ছবিতে থাকবে সলমন খানের ক্যামিও। রোহিত শেট্টির আগামী এই ছবিতে ফের চুলবুল পান্ডে হয়ে ধরা দেবেন ভাইজান। ফলে আগামী বছরের ইদ নয়। দর্শকরা এই বছরই দীপাবলির সময় বড় পর্দায় দেখা পাবেন সলমন খানের। আর স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ্যে আসতে যারপরনাই খুশি তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত সিকান্দর ছবির শ্যুটিংয়ের পাশাপাশি সলমন খান বর্তমানে বিগ বস ১৮ এর সঞ্চালনাও করছেন। বিশাল নিরাপত্তা রক্ষীর বাহিনী নিয়ে তিনি কাজ করছেন। সম্প্রতি বগি বসে ভাইজান বলেন, 'ভাই ঈশ্বরের নামে শপথ করে বলছি আমার জীবন দিয়ে কী যাচ্ছে আমিই জানি। তাও আমি এখানে এটা হ্যান্ডেল করতে এসেছি। আমার আজ এখানে এসে মনে হচ্ছে আমার এখানে আসাই উচিত হয়নি। কিন্তু কাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে একটা। তাই আমি আজ এখানে।'