দীপাবলিতে বলিউডের বক্স অফিসে জোরদার টক্কর দুই হিট ফ্রাঞ্চাইসির। একদিকে ভুলভুলাইয়া ৩ নিয়ে হাজির কার্তিক আরিয়ান। অন্যদিকে সিংঘম এগেন দিয়ে বক্স অফিস মাতাচ্ছেন অজয় দেবগণ-রোহিত শেট্টির ব্লকবাস্টার জুটি।
প্রথম সপ্তাহান্তে রুহ বাবা এবং মঞ্জুলিকাকে পিছনে ফেলেছিলেন 'সিংঘম' অজয় দেবগণ। সপ্তাহের শুরুতেও কি সেই ট্রেন্ড বজায় থাকল? কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণভাবে চলছে, সপ্তাহান্তে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। তিন দিনেই ভারতের বক্স অফিসে ১২০ কোটির গণ্ডি পেরিয়েছিল সিংঘম ৩।
সোমে ভুল ভুলাইয়া ৩ ও সিংঘমের বক্স অফিস আপডেট
সোমবার ভুলভুলাইয়া ৩-র আয় বেশ খানিকটা পড়তির দিকে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ভুল ভুলাইয়া ৩ এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ১২৩.৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আনিস বাজমি পরিচালিত সিনেমাটির চতুর্থ দিনে আয় করেছে ১৭.৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে, ছবিটির বাম্পার সংগ্রহ করেছিল ৩৫.৫ কোটি টাকা, শনিবার তা আরও বেড়ে দাঁড়ায় ৩৭ কোটিতে। তৃতীয় দিন ৩৩.৫ কোটি টাকার টিকিট বিক্রির পর সোমবার প্রায় ৫০% হ্রাস পেল ছবির কালেকশন। হিন্দি বলয়ে ভালো ব্যবসা করছে এই হরর কমেডি।
Sacnilk.com রিপোর্ট বলছে সোমবার ১৩০ কোটি ছাড়িয়েছে সিংঘম ৩। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম সোমবার রোহিত শেট্টির ছবির আয় ১৬.২৪ কোটি টাকা। আশ্চর্যজনকভাবে সোমবারের বিচারে এগিয়ে ভুলভুলাইয়া ৩।
মুক্তির প্রথম দিনে রোহিতে কপ ইউনিভার্সের এই ছবির আয় ছিল ৪৩.৫ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ৪২.৫ কোটি ও ৩৫.৭৫ কোটি আয় করেছে এই ছবি। এখনও পর্যন্ত ছবির কালেকশন ১৩৭.৯৯ কোটি টাকা।
ভুলভুলাইয়া ৩ ও সিংঘম এগেন সম্পর্কে
ভুল ভুলাইয়া ২০০৭ সালে প্রিয়দর্শন দ্বারা শুরু হওয়া হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রথম ছবিতে নজর কেড়েছিলেন অক্ষয়-বিদ্যা। তবে ২০২২ সালে মুক্তি 'ভুল ভুলাইয়া ২'-এ রুহ বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। সঙ্গী হন কিয়ারা ও তাবু। তৃতীয় পর্বে ফিরেছেন বিদ্যা। রয়েছেন মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরিও।
বক্স অফিস সংগ্রহে আপাতত বিজেতা অজয় দেবগনের সিনেমাই। অজয়ের পাশাপাশি সিংঘম ৩-তে আরও রয়েছেন করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, রণবীর সিং, টাইগার শ্রফ। ক্যামিও করেছেন সলমন খানও। এটিও সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সিংঘম ২০১১ সালে মুক্তি পেয়েছিল, প্রধান চরিত্রে অজয় ছাড়ও অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল আর প্রকাশ রাজ। তারপরে ২০১৪ সালে সিংহাম রিটার্নস। দুটি প্রজেক্টই বক্স অফিসে হিট হয়েছিল।