দিওয়ালিতে শুধু বাজির ধামাকাই দেখেনি দেশ, সঙ্গে বক্স অফিস মাতিয়ে রেখেছিল ভুল ভুলাইয়া ৩ আর সিংঘম এগেইন। যার রেশ এখনও বিদ্যমান। সপ্তাহের মাঝেও ছবিদুটি দেখতে হলে মন্দ লোক হচ্ছে না। ১ নভেম্বর মুক্তি পাওয়ার পর ইতিমধ্যে কেটে গিয়েছে ১২ দিন। চলুন দেখে নেই দ্বিতীয় মঙ্গলবারে এই ছবি দুটির সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়ালো।
ভুল ভুলাইয়া ৩-এর বক্স অফিস কালেকশন:
sacnilk-এর প্রাথমিক রিপোর্ট বলছে কার্তিক আরিয়ানের ছবি ১২ নভেম্বর আয় করেছে ৪.২৫ কোটি। এর আগের দিনগুলোর আয়ে এবার চোখ বুলিয়ে নেওয়া যাক-
প্রথম দিন: ৩৫.৫ কোটি
দ্বিতীয় দিন: ৩৭ কোটি
তৃতীয় দিন: ৩৩.৫ কোটি
চতুর্থ দিন: ১৮ কোটি
পঞ্চম দিন: ১৪ কোটি
ষষ্ঠ দিন: ১০.৭৫ কোটি
সপ্তম দিন: ৯.৫ কোটি (প্রথম সপ্তাহের আয়-১৫৮.২৫কোটি )
অষ্টম দিন: ৯.২৫ কোটি
নবম দিন: ১৫.৫ কোটি
দশম দিন: ১৬ কোটি
একাদশ দিন: ৫ কোটি
দ্বাদশ দিন: ৪.২৫ কোটি
মোট আয়- ২০৮.২৫ কোটি
ভুল ভুলাইয়ার একদম প্রথম কিস্তিতে দেখা মিলেছিল অক্ষয় কুমারের। তবে আনিস বাজমির তুরুপের তাস রুহ বাবা কার্তিক আরিয়ানই। যদিও মঞ্জুলিকা হিসেবে ফিরিয়ে আনা হয়েছে বিদ্যা বালনকে। যোগ দিয়েছেন টিমেমাধুরী দিক্ষীত। এছাড়াও ছিলেন তৃপ্তি দিমরি, রাজপাল যাদব। মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, দর্শক যে বেশ উপভোগ করছে তা বক্স অফিসের আয় থেকেই স্পষ্ট।
আরও পড়ুন: ডিভোর্স হলেও কিরণই সঙ্গী! প্রাক্তন বউকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্কে কী করছেন আমির
সিংঘম এগেইনের বক্স অফিস কালেকশন:
বিগত কয়েকদিন ধরেই অজয় দেবগনের সিনেমা একটু পিছিয়ে রয়েছে হরর কমেডির থেকে। মঙ্গলবারে এটি ঘরে তুলল ৩.৫০ কোটি। চলুন এবার এই ছবির দিনপ্রতি আয় কেমন ছিল তাতে চোখ বুলিয়ে নেওয়া যাক-
প্রথম দিন: ৪৩.৫ কোটি
দ্বিতীয় দিন: ৪২.৫ কোটি
তৃতীয় দিন: ৩৫.৭৫ কোটি
চতুর্থ দিন: ১৮ কোটি
পঞ্চম দিন: ১৪ কোটি
ষষ্ঠ দিন: ১০.০৫ কোটি
সপ্তম দিন: ৮.৭৫ কোটি (প্রথম সপ্তাহের আয়-১৭৩ কোটি )
অষ্টম দিন: ৮ কোটি
নবম দিন: ১২.২৫ কোটি
দশম দিন: ১৩.৫ কোটি
একাদশ দিন: ৪.২৫ কোটি
দ্বাদশ দিন: ৩.৫০ কোটি
মোট আয়- ২১৪.৫০ কোটি
এদিকে সিংঘম এগেইনের স্টার কাস্ট দেখলে যে কারও চোখ কপালে উঠবে। কারণ বলিউডের হেভি ওয়েটদের নিজের ছবিতে নিয়ে ফেলেছেন রোহিত। বাজিরাও সিংঘমের চরিত্রে অজয় তো ছিলেনই, সঙ্গে তাঁর লাভ ইন্টারেস্ট করিনা কাপুর খান, তাছাড়াও দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, টাইগার শ্রফদের।