‘সিংঘম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এর শো সংখ্যা বাড়াতে হবে, এই দাবিতে হল মালিকদের উপর ব্যপক চাপ সৃষ্টি করছে ইন্ডাস্ট্রির ডিস্ট্রিবিউটররা। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই খবর উঠে এসেছে। দেশজুড়ে হল মালিকরা তীব্র চাপের মুখোমুখি হচ্ছেন।
খবর তাঁদের এই পন্থা নেওয়ার কারণ শুধু মেট্রো শহর গুলি নয়, বরং টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতেও বক্স অফিস থেকেও প্রায় ১০০০ কোটি টাকা সংগ্রহ করা।
আরও পড়ুন: মুক্তির আগেই 'সিংঘম এগেইন'-এর কাছে হার 'ভুল ভুলাইয়া ৩'-এর! কিন্তু কার্তিক দিলেন বড় চমক
গুজরাটের পালানপুরের সিঙ্গল স্ক্রিন থিয়েটার সিটি লাইটের মালিক অনিল বোহরা এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘এই দুটি ছবির মধ্যে হল বরাদ্দ করার ক্ষেত্রে সিঙ্গল স্ক্রিন থিয়েটার মালিকরাই কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছেন।’ বোহরা আরও জানান যে, এই দুটি ছবি বক্স-অফিসের একই রকম ভালো ফল করবে তা আশা খুবই কম, কারণ ছবি দুটি একই দিনে মুক্তি পাবে।
ছবির ডিস্ট্রিবিউট ও বাণিজ্য বিশ্লেষক শামিন্দর মালিককের বক্তব্য ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, ‘প্রদর্শকরা দুই পরিবেশকের উপরই খুব বিরক্ত। তবে ফাইভ স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলি সহজেই পর্যাপ্ত জায়গা বরাদ্দ করতে পারবে, এবং ছবি ও পরিবেশক উভয়ের জন্য শোটাইম বরাদ্দ করতে পারবে।’
আরও পড়ুন: ‘হেরা ফেরি ৩’ নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট! প্রযোজক ফিরোজ দিলেন চমক
২০২৪ সালের এফআইসিসিআই-ইওয়াই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট ৯,৭৪২টি সিনেমা স্ক্রিন রয়েছে, যার মধ্যে ২৫-২৬% মাল্টিপ্লেক্স।
‘সিংঘম এগেইন' ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে পিভিআর আইনক্স পিকচার্স। ভারত জুড়ে এদের ১,৭৪৭ টি হল রয়েছে। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া থ্রি’ পরিবেশনার দায়িত্বে রয়েছে অনিল থাদানির মালিকানাধীন এএ ফিল্মস।
প্রসঙ্গত, যখনই দুটি ছবির নির্মাতারা তাঁদের ছবিটির মুক্তির তারিখ এবং বছর ঘোষণা করেছিল তখন সবাই বুঝেছিলেন যে এই ছবি দুটির মধ্যে সংঘর্ষ হতে চলেছে। তখন থেকেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের মতামত ভাগ করে নিয়েছিলেন। কেউ কেউ মনে করেন যে, বিদ্যা ‘মঞ্জুলিকা’-এর চরিত্রের ফেরা কার্তিকের প্রত্যাবর্তন ‘ভুল ভুলাইয়া৩’ কেই বিজয়ী করবে। তবে রোহিত ও অজয়ের ছবির জয় নিয়েও এবার অনেকেই নিজের মত প্রকাশ করেছেন। পরিচালক-অভিনেতা জুটি একে অপরের জন্য লাকি। তাছাড়াও এবার এই ছবিতে মেগা স্টার কাস্ট। ছবিতে দেখা যাবে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুরকে। এবারের দীপাবলিতে 'ভুল ভুলাইয়া থ্রি' নাকি ‘সিংঘম এগেইন’ কে বাজি মাত করবে? তার উত্তর দেবে সময়।