টলিউড তাঁকে চেনে স্পষ্টবক্তা হিসাবে। প্রেম, ভাঙা বিয়ে, সন্তান হোক বা অন্য কোনও বিষয়- সবেতেই অকপট, অনায়স স্বস্তিকা। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে বিতর্ক হামেশাই সঙ্গে থেকেছে স্বস্তিকার, সাহস নিয়ে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। টলিউড ছাড়িয়ে এখন আরব সাগর পারেও নিজেকে সফল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একদিকে তিনি আবেদনময়ী, অন্যদিকে তাঁর অভিনয় দক্ষতা বরাবরই নজরকাড়া। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে উঁকিঝুঁকি বরাবরের।
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। বাবা-মা'র পছন্দ করা পাত্রের সঙ্গে দেখাশোনা করে বিয়ে। তবে কয়েক বছরের মধ্য়েই তাল কাটে সম্পর্কে। দুধের শিশু কোলে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্বস্তিকা। তারপর থেকে একা হাতেই মানুষ করেছেন মেয়ে অন্বেষাকে। এখন সে বিদেশে গিয়ে স্নাতোকত্তোরের পড়াশোনা করেছে। এত কম বয়সে বিয়ে, বিচ্ছেদ… জীবনের সেই পুরনো অধ্যায় ফিরে দেখলে আফসোস হয় স্বস্তিকার? ‘অউর বাতাও’ শো'তে আরজে স্তুতি এই প্রশ্ন রেখেছিলেন স্বস্তিকার কাছে।
জবাবে অভিনেত্রী জানান, ‘আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল’। তারপর স্বস্তিকার সংযোজন, ‘আমার কোনও আফসোস নেই, কারণ আমি যখন ভাবি আমার জীবনটা আমি ওই বিয়েটা ছাড়া কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকতো না। আর এই ভাবনাটায় মনে হয় তাহলে তো আমার অস্তিত্বটাই অবলুপ্ত হয়ে যেত। আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কৃতজ্ঞ যে অন্বেষাকে আমি পেয়েছি। ও না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। এই পেশাটার মধ্যে একটা নিজস্ব স্ট্রাগল আছে, সেটা অস্বীকার করার জো নেই’।
স্বস্তিকার সঙ্গে অন্বেষার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। বহুবার স্বস্তিকাকে বলতে শোনা গিয়েছে, মেয়েই তাঁর শক্তি এবং সাহস। ভাঙা বিয়ের বোঝা লম্বা সময় বয়ে বেরিয়েছেন স্বস্তিকা, আইনি ঝক্কিও কম পোয়াতে হয়নি। তবে সব কিছু পেরিয়ে আজ একজন সফল অভিনেত্রী এবং সফল মা স্বস্তিকা। গত সপ্তাহেই মেয়ের ২৩তম জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী।
সিরায়ালের সঙ্গে অভিনয় সফর শুরু স্বস্তিকার। অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে হলেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে কঠিন লড়াই লড়েছেন স্বস্তিকা। কমার্শিয়াল এবং আর্ট হাউজ, দুই জঁর ছবিতেই কাজ করেছেন তিনি। আর এখন তো মায়ানগরীতেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘কলা’তে দেখা গিয়েছে স্বস্তিকাকে। তৃপ্তি দিমরির মায়ের চরিত্রে স্বস্তিকার অভিনয় প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন-শুধু সময় যদি থমকে যেত….’, বাবা সন্তুকে স্মরণ করে আবেপ্রবণ পোস্ট স্বস্তিকার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)