চণ্ডীগড় বিমানবন্দরের বিজেপির নবনির্বাচিত সাংসদ অভিনেতা কঙ্গনা রানাওয়াতকে প্রকাশ্যে চড় মারার ঘটনাকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল দেশ তথা স্যোশাল মিডিয়া। বৃহস্পতিবার বলিউডের 'কুইন'কে সিআইএসএফ-এর এক মহিলা জওয়ান চড় মারেন। চড় মারার কারণ হিসেবে তিনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ তোলেন। এই ঘটনার পর গোটা দেশ কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায়। মহিলা জওয়ানের সমর্থনে যেমন বহু মানুষকে সোচ্চার হতে দেখা গিয়েছে, তেমনই নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনেকেই তাঁর কাজের বিপক্ষে প্রতিবাদ করছেন।
কঙ্গনাকে চড় মারার জন্য সিআইএসএফ-এর মহিলা জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রবিবার এক সিনিয়র পুলিশ অফিসার জানান সেই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
ইতিমধ্যে, সম্মিলিত কিষাণ মোর্চা (অ- রাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা-সহ বেশ কয়েকটি কৃষক সংগঠনের দ্বারা, সিআইএসএফ মহিলা কনস্টেবলের সমর্থনে মোহালিতে একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছিল। তাঁদের দাবি ওই মহিলা জওয়ানের উপর যেন কোনও ভাবে অবিচার না হয়। কৃষক আন্দোলনের নেতাদের দাবি বিষয়টি নিয়ে যেন সুষ্ঠু ভাবে তদন্ত করা হয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করে,তাঁরা মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) সন্দীপ গর্গের কাছে একটি স্মারকলিপিও হস্তান্তর করেছেন।
মোহালির পুলিশ সুপার হরবীর সিং অটওয়াল এবার জানালেন, তাঁর নেতৃত্বে তিন সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, 'বিষয়টি নিয়ে একেবারে একটি নিরপেক্ষ তদন্ত করা হবে এবং এসএসপি মোহালির কাছে তারপর একটি প্রতিবেদনও জমা দেওয়া হবে।'
আরও পড়ুন: 'আমি শাহরুখের ফ্যানেদের খুব ভয় পাই…' নায়কের সঙ্গে কাজ না করার প্রসঙ্গে বিস্ফোরক অনুরাগ
পুলিশের পক্ষ থেকে আরও জানা গিয়েছে যে একজন মহিলা পুলিশ অফিসারও এই এসআইটির একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন।মোহালির গুরুদ্বার আম্ব সাহেব থেকে শুরু হওয়া কৃষকদের মিছিলেও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের মতে, ঘটনাটি কী কারণে ঘটেছে তা খুঁজে বের করা আগে প্রয়োজন। তিনি বলেন, 'ওই মহিলা জওয়ানের সঙ্গে কোনও অবিচার করা চলবে না।' পাশাপাশি কৃষক নেতা পাঞ্জাবের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তোলেন কঙ্গনার বিরুদ্ধে।
প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াতকে প্রকাশ্যে বিমানবন্দরে চড় মারার ঘটনা নিয়ে অভিনেতা অনুপম খের, শাবানা আজমি, শেখর সুমন ও তাঁর ছেলে অধ্যয়ন সুমন-সহ একাধিক বলিউড তারকা তাঁদের মতামত জানান। শুধু বলিউড নয় টলিউডের একাধিক তারকাও তাঁদের মতামত রাখেন।