প্রজাতন্ত্র দিবসে ঠিক আগে অর্থাৎ ২০২৫ সালের ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে স্কাই ফোর্স। এই সিনেমায় অক্ষয় কুমার একজন বিমান বাহিনী অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। আর এক বায়ুসেনা অফিসারের চরিত্রে অভিনয় করবেন বীর পাহাড়িয়া। প্রথম সিনেমায় অভিনয় করার আগে হবু বৌদি জাহ্নবী কাপুরের থেকে কী টিপস নিলেন তিনি?
সম্প্রতি এইচটি সিটির সাক্ষাৎকারে বীর বলেন, জাহ্নবী ইতিমধ্যেই গুঞ্জন সাক্সেনার মতো সিনেমায় অভিনয় করেছেন। বিমান অফিসারের ভূমিকায় তিনি আগে অভিনয় করেছেন তাই ওর অভিজ্ঞতা অনেক বেশি। একজন অভিনেত্রী হিসাবেও ও অনেক বেশি প্রতিভাবান।
আরও পড়ুন: ভারতের হেড কোচের চেয়ারে বসিয়েছে কলকাতা, ভাগ্য ফেরাতে শহরে ফিরে কালীঘাটে পুজো গম্ভীরের
আরও পড়ুন: ভাইজানের কারণে বিগ বসের মঞ্চ ছেড়েছিলেন অক্ষয়, গুজব উড়িয়ে কী বললেন তিনি?
বীর আরও বলেন, গুঞ্জন সাক্সেনা একটি বাস্তবিক চরিত্র। ওই সিনেমাটিও একটি বায়োপিক ছিল। খুব স্বাভাবিকভাবেই ওর থেকে পরামর্শ নিতে আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করিনি। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। আমি ওর থেকে অনেক পরামর্শ নিয়েছিলাম সিনেমাটি শুরু হওয়ার আগে।
স্কাই ফোর্স সিনেমাটি একদিকে যেমন বীর পাহাড়িয়ার প্রথম সিনেমা তেমন অন্যদিকে এই সিনেমাটি আরও একটি দিক থেকে স্পেশাল। এই সিনেমায় প্রাক্তন গার্লফ্রেন্ডের সঙ্গে একই পর্দায় অভিনয় করবেন তিনি। এই সিনেমায় বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সারা আলি খান, যার সঙ্গে বিগত কয়েক বছর সম্পর্ক ছিল অভিনেতার।
২০১৯ সালে একটি সাক্ষাৎকারে সারা স্বীকার করেছিলেন, তিনি এবং বীর একে অপরের সঙ্গে সম্পর্ক ছিলেন। সবকিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই তাঁদের পথ আলাদা হয়ে যায়। অন্যদিকে বীরের দাদা শিখরের সঙ্গে সম্পর্ক রয়েছেন জাহ্নবী।
আরও পড়ুন: ফোন পাল্টাপাল্টি করলেন আমির-সলমন, বিগ বসের মঞ্চে ফাঁস হল গোপন রহস্য
আরও পড়ুন: ৬ বার ছুরির কোপ! হাসিমুখে বাড়ি ফিরলেন, সইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা
প্রসঙ্গত, স্কাই ফোর্স সিনেমায় অক্ষয় কুমার এবং বীর ছাড়া অভিনয় করবেন সারা আলি খান, নিমরত কৌর। সিনেমাটি পরিচালনা করছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর।শহিদ স্কোয়াড্রন লিডার আজ্জামাদ বোপ্পেয়া দেবাইয়ার জীবনী নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। আপাতত স্কাই ফোর্স সিনেমার গোটা টিম শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন।