প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখেই মুক্তি পেয়েছে স্কাই ফোর্স। আর মুক্তি পেতে না পেতেই দর্শকদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে এই ছবি। আর বলা যায়, এই ছবি আসতে না আসতেই এক ঘরে হয়ে পড়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি। ২৫ জানুয়ারি বক্স অফিসে কত কোটি আয় করল এই ছবি দুটো?
আরও পড়ুন: ফেডারেশনের রক্ত চক্ষুর সামনে কৌশিক-জয়দীপ! শ্যুটিংয়ের অনুমতি পেলেন অরিন্দম?
স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশন
প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বক্স অফিসে দাপট বজায় রাখল স্কাই ফোর্স। উল্টে বাড়ল আয়ের পরিমাণ। জানা গিয়েছে দ্বিতীয় দিনে অর্থাৎ ২৫ জানুয়ারি বক্স অফিসে এই ছবিটি ২১ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। অন্যদিকে অক্ষয়ের ছবির প্রথম দিনের ব্যবসার পরিমাণ ছিল ১২ কোটি ২৫ লাখ টাকা। ফলে দুদিন মিলে এই ছবিটি মোট ৩৩ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে।
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
ইমারজেন্সি ছবির আয়ও গত শুক্রবারের তুলনায় শনিবার সামান্য হলেও বেড়েছে। কিন্তু তাও সেই পরিমাণ নামমাত্র। কঙ্গনা রানাওয়াত ছবিটি এদিন মাত্র ৮৫ লাখ টাকার ব্যবসা করতে পেরেছে বক্স অফিসে। ফলে এই ছবির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৫৫ লাখ টাকায়। মুক্তির পর প্রথম সপ্তাহে ছবির আয় ছিল ১৪ কোটি ৩০ লাখ টাকা। দ্বিতীয় শুক্রবার ছবিটি মোটে ৪০ লাখ টাকার ব্যবসা করেছে। আর শনিবার ৮৫ লাখের। এমনটাই সচনিল্কের তরফে জানানো হয়েছে তাঁদের রিপোর্টে।
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমারজেন্সি ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ।
আরও পড়ুন: 'আমার সেই সাহস, বুকের পাটা আছে যে...', কোল্ডপ্লের কনসার্টে বেসুরে গাইতেই জ্যাসলিনকে কটাক্ষ কিশোরী অন্তরার!
স্কাই ফোর্স প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।