শনিবার আসতেই এক লাফে বেশ অনেকটাই বেড়েছে সদ্য মুক্তি পাওয়া বলিউড ছবিগুলোর আয়। স্কাই ফোর্স আর দেবা, এই ছবি দুটোর বক্স অফিস লড়াই যে একেবারেই কাঁটায় কাঁটায় জমে উঠেছে সেটা বলাই যায়। অন্যদিকে সামান্য বাড়ল ইমারজেন্সি ছবিটির আয়।
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
বক্স অফিসে কত আয় করল স্কাই ফোর্স?
উইকেন্ড আসতেই ফের বাড়ল স্কাই ফোর্স ছবিটির আয়। যদিও বিপুল হারে বাড়েনি আয়ের পরিমাণ। শনিবার, মুক্তির পর নবম দিনে বক্স অফিসে অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স ছবিটি ৫ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৯৪ কোটি ৫০ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
প্রসঙ্গত মুক্তির পর প্রথম সপ্তাহে স্কাই ফোর্স ছবিটি বক্স অফিসে ৮৬ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি ৩ কোটি টাকার ব্যবসা করে।
দেবা ছবিটির বক্স অফিস কালেকশন
দেবা ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই যে স্কাই ফোর্স ছবিটিকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে সেটা বলাই যায়। মুক্তির দ্বিতীয় দিনে বেশ খানিকটা বাড়ল শাহিদ কাপুর অভিনীত এই ছবির ব্যবসা। শনিবার বক্স অফিসে এই অ্যাকশন ছবিটি ৬ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে দুদিনে দেবার বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৭৫ লাখ টাকায়। এটি প্রথম দিন ৫ কোটি ৫০ লাখ টাকা আয় করেছিল।
আরও পড়ুন: 'আমি আমার শরীরের প্রতিটা অংশ রোজ ছুঁই, আর...' নিজেকে 'ভালোবাসতে' কী করেন তামান্না?
ইমারজেন্সি ছবিটির আয়
তৃতীয় শনিবার আয় আবারও সামান্য বাড়লেও কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবির দৌড় যে ফুরিয়ে এসেছে সেটা স্পষ্ট। মুক্তির পর ১৬ তম দিনে বক্স অফিসে ইমারজেন্সি মাত্র ১৫ লাখ টাকার ব্যবসা করতে পেরেছে। ফলে এখন এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭০ লাখ টাকায়। ২০ কোটি আদৌ পার করতে পারে কিনা এটি এখন সেটাই দেখার।
মুক্তির পর প্রথম সপ্তাহে ইমারজেন্সি ১৪ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে ঘরে তোলে ৩ কোটি ১৪ লাখ টাকা। তৃতীয় শুক্রবার এই ছবিটি মাত্র ৭ লাখ টাকার ব্যবসা করে।
দেবা ছবিটি প্রসঙ্গে
দেবা ছবিটির পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শাহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি, প্রমুখ। সিদ্ধার্থ রায় কাপুর, শারিক প্যাটেল এবং উমেশ বংসল প্রযোজিত এই ছবিটি আসলে একটি মালায়লাম ছবির রিমেক।
স্কাই ফোর্স প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ।