অদেখা ছবি পোস্ট করলেন স্মৃতি ইরানি। তাঁর যৌবনের একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি।
সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অভিনেত্রী তাঁর যৌবনের যে ছবি পোস্ট করেছিলেন সেখানে তাঁকে একটি সাদা কুর্তি পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁর গলায় লাল রঙের একটি বাঁধনি প্রিন্টের ওড়না আছে। ছোট চুল ছিল তখন তাঁর। দেওয়ালের দিকে মুখ রেখে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন ছবিতে।
প্রাক্তন অভিনেত্রী তথা বর্তমান নেত্রী এবং মন্ত্রীর এই অদেখা ছবিতে সকলকেই মুগ্ধ হয়েছেন। তিনি এই ছবি পোস্ট করে লেখেন, 'আমাদেরও একটা সময় ছিল।' তিনি এই ছবিতে হ্যাশট্যাগ থ্রোব্যাক লেখেন।
স্মৃতি ইরানির এই ছবিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে আছেন সোনু সুদ। তিনি লেখেন, 'কেয়া বাত হ্যায়!'
তবে আম আদমি কিন্তু তাঁর এই পোস্টেও খোঁচা মারতে ছাড়েননি! তাঁরা এখানেও মন্ত্রীকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে খোঁচা দেন। এক ব্যক্তি লেখেন, 'কখনও কাজেও মন দিন ম্যাডাম। রান্নার গ্যাসের দাম আবার ৩৫০ টাকা বেড়ে গেল।' আরেক ব্যক্তি লেখেন 'কী হল ম্যাডাম, গ্যাসের দাম তো অনেক বেড়ে গিয়েছে। এখন কেন কোনও প্রতিবাদ করছেন না?' আরেকজন মশকরা করে লেখেন, 'ওই সময় গ্যাসের দাম কত ছিল দিদি?'
সম্প্রতি ফের গ্যাসের দাম বেড়েছে। সেই প্রসঙ্গে তাঁর একটি পুরনো টুইট ভাইরাল হয়ে যায়। ২০১১ সালে ৫০ টাকা গ্যাসের দাম বাড়ানোয় তিনি ভার্চুয়ালি তার প্রতিবাদ করেন। এদিকে এখন কেন্দ্রীয় সরকার ৩৫০ টাকা দাম বাড়ানোর পরও কেন তিনি চুপ সেই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এই বিষয়ে উল্লেখযোগ্য দিল্লিতে এখন এলপিজি সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। এবিং কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,১১৯.৫০ টাকা।