‘কিউকি সাস ভি কাভি বহু থি’ দিয়ে ঘরে ঘরে মা-বোনদের মনে জয়গা করে নিয়েছিলেন স্মৃতি ইরানি। তুলসী বিরানীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি টিভি-তে কাজের নানান অভিজ্ঞতা শেয়ার করে নিতে দেখা গেল তাঁকে। কথা প্রসঙ্গে জানালেন, তাঁর সন্তানের জন্মের পরপরই তাকে বরখাস্ত করা হয়েছিল একটি টক শো থেকে। তিনি নির্মাতাদের সতর্কও করেছিলেন তাঁকে বের করে দিলে শো-টি মুথ থুবরে পড়বে। গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত কাজ করেন ছুটি পাওয়ার প্রত্যাশায়। তা সত্ত্বেও তাঁকে রিপ্লেস করা হয়।
২০০১ সালে পার্সি ব্যবসায়ী জুবিন ইরানিকে বিয়ে করেন স্মৃতি। সেই বছরের শেষেই জন্ম হয় ছেলে জোহরের। ২০০৩ সালে তাঁদের জোইশ নামে একটি কন্যা সন্তানও হয়েছে।
স্মৃতি জানান তিনি সাব টিভির জন্য গৌতম অধিকারীর কুছ দিল সে-তে হোস্ট হিসেবে কাজ করছিলেন। তাঁর কথায়, ‘আমার গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত, আমি গৌতম অধিকারীর শোয়ের জন্য শুটিং করছিলাম। আমি হোস্ট ছিলাম। ব্যাঙ্কিং পর্বের শ্যুট করতাম। আমার বয়স তখন ২৪ কি ২৫ যখন আমার ছেলে হয়। হাতে টাকাও সেরকম ছিল না। সবে কাজে এসেছি। গর্ভাবস্থার শেষ দিন অবধি কাজ করি কারণ চেয়েছিলাম যাতে ছুটিগুলো পাই। শেষ দিন আমায় জানিয়ে দেওয়া হল চাকরিটা আর নেই। আমার জায়গা নিল মিতা বশিষ্ঠ। আমি ওদের বলেছিলাম, আমাকে ছাড়া চলবে না কারণ আমি নিজে এপিসোডগুলো লিখতাম। ওটা নম্বর ওয়ান ছিল কারণ আমি লিখেছিলাম। আমি ওদের বলেছিলাম নতুন অ্যাঙ্কর তো পেয়েই যাবে, স্ক্রিপ্ট রাইটার কোথায় পাবে?’
‘আমি ছেড়ে যাওয়ার পরপরই শোটা বন্ধ হয়ে যায়। লোকে বলে আমার কালো জিভ। কিন্তু আমি জানি আমি ওই শো-কে কতটা দিতাম’, আরও যোগ করেন স্মৃতি।
এই সাক্ষাৎকারেই স্মৃতি নিজের গর্ভপাতের কথাও স্মরণ করেছেন। জানান, কীভাবে মিসক্যারেজের পরদিনই তাঁকে সেটে আসতে বাধ্য করা হয়। সেটা ২০০১ বা ২০০২ সালের কথা, স্মৃতি তখন দু শিফটে কাজ করেন। সকালের শিফট করতেন রবি চোপড়ার শো রামায়ণের জন্য এবং বিকেলের শিফটে ছিল বালাজি শো কিউকি সাস ভি কাভি বহু থি।
স্মৃতি জানান, মিসক্যারেজের খবর শুনে রবি তাঁকে কিছুটা বিশ্রাম নেওয়ার কথা বলেন। কিন্তু ছুটি দেওয়া হয়নি একতা কাপুরের কিউকি সাস ভি কাভি বহু থি থেকে। অভিনেতা আরও জানানস সেদিক থেকে দেখতে গেলে রবির পক্ষে ছুটি দেওয়ার সিদ্ধান্ত বেশি কঠিন ছিল কারণ রামায়ণে সীতা ছিল কেন্দ্রীয় চরিত্র আর তুলসী হল বালাজি দৈনিক সোপের অনেক পুত্রবধূদের মধ্যে একজন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)