বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Actress: এই কমলা ফ্রক পরা খুদে কিন্তু আজ ইন্দুবালার সহচরী! চিনতে পারলেন নাকি তাঁকে

Tollywood Actress: এই কমলা ফ্রক পরা খুদে কিন্তু আজ ইন্দুবালার সহচরী! চিনতে পারলেন নাকি তাঁকে

দিদার সঙ্গে এই ছোট্ট মেয়েটি কোন অভিনেত্রী বলুন তো?

Tollywood Actress: শনিবারের বার বেলায় ভূতের ঢেলা খেয়ে নয়, এমনই স্মৃতির অতলে ডুব দিলেন টলি পাড়ার এই অভিনেত্রী, পোস্ট করলেন ছোটবেলার ছবি। কে বলুন তো ইনি?

দিদাকে জড়িয়ে একটি পুঁচকে মেয়ে বসে আছে বাড়ির বাইরে। মুখে লেগে এক গাল হাসি। পরে আছে একটি কমলা রঙের ফ্রক। ছবির মেয়েটি কিন্তু এখন আর ছোট্টটি নেই। বরং তিনি এখন বেশ নাম করা একজন অভিনেত্রী। চিনতে পারলেন? আচ্ছা হিন্ট দিচ্ছি। উনি সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজ তিন জায়গাতেই সমান তালে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁকে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে ইন্দুবালার সহচরী হিসেবে দেখা গিয়েছে। ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি তাঁর চরিত্রের জন্য। এবার পারলেন? হ্যাঁ, ঠিকই আন্দাজ করছেন, ছবির এই এক রত্তি মেয়েটি আদতে স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)।

ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhater Hotel) সিরিজে তাঁকে লছমীর চরিত্রে দেখা গিয়েছে। তাঁর এই চরিত্র নিয়ে বিপুল চর্চা হয়েছে। যদিও তাঁকে মূলত ছোটপর্দায় দেখা যায়। সেখানে তিনি যেমন ইতিবাচক চরিত্রে অভিনয় করেন, তেমনই খলনায়িকার চরিত্রও নিপুণ ভাবে ফুটিয়ে তোলেন। কাজের মাঝেই তিনি শনিবার ফিরে গেলেন ছোটবেলায়। স্মৃতির অতলে ডুব দিয়ে দিদার সঙ্গে ছবি ভাগ করে নিলেন।

স্নেহা দিদার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'ছোটবেলার সোনালি দিনগুলো।' অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। অভিনেত্রীর ছোটবেলার সঙ্গে এখনও মুখের আদল বা হাসির মিল আছে। সেটা দেখেই একজন লেখেন, 'হাসিটা এখনও এক।' আরেক ব্যক্তি লেখেন, 'দিদা তো ভারী মিষ্টি ছিলেন।'

<p>স্নেহার পোস্ট</p>

স্নেহার পোস্ট

স্নেহা চট্টোপাধ্যায়কে শেষবার পঞ্চমী ধারাবাহিকে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। সেখানে তিনি পঞ্চমীর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন তিনি আগের তুলনায় কাজ কম করেন। তাঁর ছেলে এখন নেহাতই ছোট, তাই তাঁকে সময় দেওয়ার জন্য কাজের পরিমাণ কমিয়েছেন অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তিনি, ব্যক্তিগত থেকে কাজের নানা পোস্ট তাঁকে হামেশাই শেয়ার করতে দেখা যায়।

বন্ধ করুন