৫৯ বছরে এসে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার, ২১ জুলাই তাই সকাল থেকেই গঙ্গোপাধ্যায় বাড়িতে খুশির হাওয়া। আইনি মতে বিয়ে করলে। স্নেহাশিস।
দ্বিতীয়বার বিয়ে করলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
CAB এর প্রেসিডেন্ট এদিন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের সময় তাঁরা দুজনকেই রংমিলান্তি পোশাকে দেখা গেল। স্নেহাশিস এবং অর্পিতা দুজনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। তবে এদিন দাদার বিয়েতে উপস্থিত নেই ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁরা রিসেপশনে যোগ দেবেন।
আরও পড়ুন: 'সব স্মরণীয়...' বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন পোস্ট অর্জুনের! শ্রীজাকে নিয়ে কী লিখলেন সব্যসাচী - পুত্র?
আগামী ৭ অগস্ট ইএম বাইপাসের কাছে একটি হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে সস্ত্রীক আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত এর আগে নৃত্যশিল্পী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল স্নেহাশিসের। কিন্তু গত বছর তাঁর নামে মোম বধূ নির্যাতনের মামলা করেন। এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারপরই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি ৫৯ বছর বয়সে এসে। অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে। তিনি নিজে পেশায় একজন ব্যবসায়ী।
আরও পড়ুন: 'সত্যিই অনেকটা সময় লাগে...' সোহিনী - শোভনের বিয়ের কয়েকদিনের মধ্যে হঠাৎ কী নিয়ে এমন লিখলেন ইমন?
প্রসঙ্গত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই CAB এর প্রেসিডেন্ট, এর আগে সচিবও ছিলেন। একসময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল।