গঙ্গোপাধ্যায় পরিবারে ফের বাজছে বিয়ের সানাই! রবিবার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সিএবি প্রেসিডেন্ট তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ৫৯ বছর বয়সী স্নেহাশিস দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রেম নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি তাঁরা। কিন্তু কম বিতর্ক পোয়াতে হয়নি দুজনকে।
৫৯-য় এসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন সৌরভের দাদা। নব্বইয়ের দশকের গোড়াতে নৃত্যশিল্পী মোমকে বিয়ে করেছিলেন স্নেহাশিস। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে, স্নেহা গঙ্গোপাধ্যায়। ২৬ বছরের বয়সী কন্যা সন্তানের বাবা-মা স্নেহাশিস ও মোম, কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। গত বছর এপ্রিলে ঠাকুরপুকুর থানায় স্বামী (এখন প্রাক্তন) স্নেহাশিসের বিরুদ্ধে ৪৯৮এ-সহ মোট চারটি ধারায় এফআইআর করেছিলেন মোম।
স্নেহাশিসের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রী। স্বামী ব্যাট দিয়ে মারধর করত, চলত যৌন নির্যাতন, পুলিশি অভিযোগে জানিয়েছিলেন মোম। সঙ্গে স্বামীর পরকীয়া নিয়েও সরব হয়েছিলেন। অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নেহাশিসের সম্পর্কের জেরেই তাঁর দাম্পত্য ভাঙছে, বলেছিলেন মোম।
অর্পিতার সঙ্গে সম্পর্ক কোনওদিন অস্বীকার করেননি স্নেহাশিস। তবে স্পষ্ট বলেছিলেন স্ত্রীর সঙ্গে ২০১৫ সাল থেকে কোনও সম্পর্ক নেই তাঁর। তাই যৌন নির্যাতনের প্রশ্নই ওঠে না। মোমের অভিযোগ ভিত্তিহীন, খোরপোশ বাবদ মোমকে পাঁচ কোটি টাকা, ফ্ল্যাট সব দিতে চেয়েছিলেন স্নেহাশিস। মাস কয়েক আগে ডিভোর্স প্রক্রিয়া মিটেছে, এবার দীর্ঘদিনের সঙ্গী অর্পিতাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন সৌরভের দাদা।

ডোনার মতোই বেহালার গাঙ্গুলি পরিবারের বড় বউও (এখন প্রাক্তন) নামী নৃত্যশিল্পী। ডোনা যেমন ওডিশি নাচেন, তেমনই মোহিনীয়াট্টমের সাধনা করেন মোম। কেরলের একটি ধ্রুপদী নৃত্য মোহিনীয়াট্টম। নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি নাচ নিয়ে গবেষণাও করছেন তিনি। বিয়ে ভাঙলেও এখন প্রাক্তন স্বামীর পদবি মুছে ফেলেননি মোম। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামের পাশে এখনও জ্বলজ্বলে গাঙ্গুলি শব্দটি।
বর্তমানে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান স্নেহাশিস। ক্রিকেট জীবনে বাংলার হয়ে প্রথম শ্রেণির বহু ম্যাচ খেলেছেন চণ্ডী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে। দাদাকে দেখেই সৌরভের ক্রিকেটে আসা। এবার সেই দাদাই শুরু করছেন জীবনের দ্বিতীয় ইনিংস।
মোম-স্নেহাশিসের ডিভোর্স প্রক্রিয়া কবে মিটেছে তা স্পষ্ট নয়, তবে রবিবার আইনি বিয়ে সারবেন স্নেহাশিস-অর্পিতা। সেই বিয়ের আসরে যদিও থাকছেন না সৌরভ-ডোনা। তবে দাদার বিয়ের রিসেপশনে হাজির হবেন সস্ত্রীক মহারাজ। আগামী ৭ই অগস্ট স্নেহাশিস-অর্পিতার রিসেপশন পর্ব অনুষ্ঠিত হবে।