বাংলা নিউজ > বায়োস্কোপ > Snigdhajit Bhowmik: ঘিরে ধরেছে মহিলা ভক্তরা স্নিগ্ধজিৎকে, মঞ্চে গাইছে পুষ্পার গান, দেখুন কত মাতামাতি

Snigdhajit Bhowmik: ঘিরে ধরেছে মহিলা ভক্তরা স্নিগ্ধজিৎকে, মঞ্চে গাইছে পুষ্পার গান, দেখুন কত মাতামাতি

লাইভ পারফরমেন্সে মহিলা ভক্তরা ঘিরে রেখেছে স্নিগ্ধজিৎকে।

হিন্দি সারাগামাপা-র পর স্নিগ্ধজিৎ ভৌমিকের জনপ্রিয়তা যেন আরও বেড়েছে। আর সেটা যে কতটা তাঁর প্রমাণ ভাইরাল হওয়া এই ভিডিয়ো। 

বাংলা সারেগামাপা-র পর জাতীয় মঞ্চে সারাগামাপা-র আসরেও কামাল করেছে বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক। গোটা শো ধরে একের পর এক ধামাকাভরা পারফরমেন্সে নাচিয়েছেন বিচারক, জুরি সদস্য আর দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় নতুন একটা ভিডিয়ো পোস্ট করেছেন স্নিগ্ধজিৎ। যাতে দেখা যাচ্ছে, তাঁকে ছেঁকে ধরেছে তাঁর মহিলা ভক্তরা। আর অসংখ্য মানুষের মাঝে ‘পুষ্পা’র গানে পারফর্ম করছেন তিনি।

সারেগামাপা ২০২১-র ফাইনালে পৌঁছেছিল স্নিগ্ধজিৎ। তবে তাঁকে হারিয়ে ট্রফি জিতে নেয় বাংলার আরেক মেয়ে নীলাঞ্জনা রায়। প্রথম তিনেও নাম আসেনি তাঁর। যদিও এতে জনপ্রিয়তায় যে একটুও ভাঁটা পড়েনি তাঁর প্রমাণ এই ভিডিয়ো। প্রসঙ্গত, বাংলা সারেগামাপা-তেও একটুর জন্য হার হয়েছিল এই গায়কের।

খুব সংঘর্ষ করে আজকের এই জায়গায় পৌঁছেছেন তিনি। তবে নিজের এই লড়াইয়ে সবসময় পাশে পেয়েছেন বাবা-মা, বউ অদিতি আর দর্শকদের অফুরাণ ভালোবাসা। তাই তো হেরে গিয়েও জিত হয়েছে! সারেগামাপা-র ফলাফল প্রকাশের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় রব তুলেছিলেন এবারের ট্রফির আসল যোগ্য তিনিই। যদিও এসব বিতর্কে একবারের জন্যও মুখ খলতে দেখা যায়নি স্নিগ্ধজিৎকে।

অডিশন রাউন্ডের দ্বিতীয় দিনেই বিশাল শেখর দিয়েছিলেন তাঁকে নিজের গানে প্লেব্যাক করার সুযোগ। এরপর বাপ্পি লাহিড়ি, কুমার শানু, অনু মালিকের মতো সুরের জাদুকররা ভরে ভরে তাঁর গায়কীর প্রশংসা করেছেন। এমনকী, ফাইনালে বাপ্পি লাহিড়িকে ট্রিবিউট দেন তিনিই। এবার স্নিগ্ধর অনুরাগীরা চাইছেন এবার তিনি প্লেব্যাক করুন টলি আর বলিতে।

 

বন্ধ করুন