নাগা চৈতন্যের সঙ্গে শোভিতা ধুলিপালা ডেট করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বহুদিন ধরেই। তাঁদের একসঙ্গে দেখা গেলেও এই জুটির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও স্বীকৃতি মেলেনি।
শোভিতা ধুলিপালা তাঁর সম্পর্ক নিয়ে কোনও কিছু প্রকাশ করেন না। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের চেয়ে কাজের দিকে মনোনিবেশ করার প্রতি বেশি জোর দেন। তাঁর ডেটিং জীবন গসিপের কেন্দ্র হওয়া সত্ত্বেও, পছন্দ করেন না একেবারেই। তবে নাগা চৈতন্যের সঙ্গে একটি সাম্প্রতিক ছুটি কাটানোর ছবি আবারও গুজব উস্কে দিয়েছে।
আরও পড়ুন: (মায়ের আদরে বিজেপির কঙ্গনা, মান্ডি থেকে জয় প্রায় পাক্কা, কত ভোটে এগিয়ে আছেন?)
সোভিতা ইউরোপে নাগাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন
রেডিট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ছবিতে, দুজনকে ইউরোপে একটি ওয়াইন-টেস্টিং সেশনে দেখা যায়। ছবিতে নাগা এবং শোভিতাকে একটি বারে একসঙ্গে দেখা যাচ্ছে।
ক্যাপশনে লেখা ছিল, ‘কিছুদিন আগে নাগা চৈতন্য এবং শোভিতাকে ইউরোপে একটি ওয়াইন টেস্টিংয়ে দেখা গিয়েছে।’ এতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তাদেরকে অনেক বছর ধরে একসঙ্গে দেখা যাচ্ছে এবং সব সুন্দর চলছে’। অপর একজন অনুরাগী লিখেছেন, ‘হ্যাঁ... তাঁরা কয়েকবার ছুটিতে গিয়েছিলেন’। অপর একজন রেডডিট ব্যবহারকারী আরও বলেছেন, ‘তাঁরা একে অপরের কাছে এসেছে অনেকদিন এবং আমার অনুমান তাঁরা ঘনিষ্ঠ বন্ধু।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ইউরোপ ওয়াইন টেস্টিং এর জন্য মনোরম আবহাওয়া!’
আরও পড়ুন: (একই গাড়িতে মন ভরে না বেশিদিন, রণলিয়ার তালিকায় আবার তাই নতুন সংযোজন! দাম কত জানেন?)
শোভিতা ধুলিপাল নিজের প্রেমে পড়ার কথা জানালেন
জি কিউ ইন্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, শোভিতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি প্রেম করছেন কি না। অভিনেত্রী উত্তর দেন,‘আমি সবসময় প্রেমে আছি। ভালবাসা জীবনে ফিউলের কাজ করে। এটি একমাত্র জিনিস যা জীবনে একটি প্রয়োজনীয়তা এবং বিলাসিতা।’ তবে, তিনি এবং নাগা উভয়ের কেউই তাঁদের সম্পর্ক নিশ্চিত বা অস্বীকার কিছুই করেননি।
শোভিতা জোয়া আখতারের ‘মেড ইন হেভেন’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অভিনেতা মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান: ১’ এবং ‘পোন্নিয়ান সেলভান: ২’ এবং আদিভি সেশের ‘মেজরেও’ অভিনয় করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল দেব প্যাটেলের অ্যাকশন-থ্রিলার ‘মাঙ্কি ম্যানে’। শোভিতাকে এরপর আরএসভিপি মুভিজের বন্দনা কাটারিয়ার ‘সিতারাতে’ দেখা যাবে।