Hindustan Times
Bangla

এফডিসিআই এক্স ল্যাকমে ফ্যাশন উইকে শো স্টপার অভিনেত্রী শোভিতা ধুলিপালা

খ্যাতিমান ডিজাইনার তরুণ তাহিলিয়ানির পোশাকে শো স্টপার হয়েছেন শোভিতা

তরুণ তাহিলিয়ানের সাম্প্রতিক বসন্ত/গ্রীষ্মের কালেকশন থেকে এই লাল গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী

লাল ডিপনেক গাউনে লাস্যময়ী লুকে ব়্যাম্পে হেঁটে তাক লাগিয়েছেন শোভিতা

শোভিতার এই পোশাক যে কোনও  হবু কনে প্রাক বিয়ের পার্টিতে অথবা ককটেইল পার্টিতে পরতে পারবেন

পোশাকের সঙ্গে অলঙ্কার বলতে কানে শুধুমাত্র একটি স্টেটমেন্ট দুল পরেছেন অভিনেত্রী, সঙ্গে হাই হিল

তরুণ তাহিলিয়ানি গাউনে আগুন ঝরানো লুকে শোভিতা, প্রশংসার বন্যা নেটপাড়ায়