আজকাল অন্যান্য জিনিস পত্র যেমন জামা, খাবার, ইত্যাদির মতো প্রেমিক প্রেমিকাকেও অনলাইন থেকে বেছে নেওয়া যায়। একাধিক ডেটিং অ্যাপ রয়েছে বাজারে। ডাম্বল, টিন্ডার, ইত্যাদি। আর এখানে কাউকে পছন্দ হওয়ার পর প্রথম দেখা হওয়া, থুড়ি ডেট কেমন হওয়া উচিত সেটাই দেখালেন সোশ্যাল মিডিয়ার তারকা লাফটারসেন।
লাফটারসেনের নতুন ভাইরাল ভিডিয়ো
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় লাফটারসেন থুড়ি প্রেমিক তাঁর হবু প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছেন। তাঁর টিন্ডার ম্যাচ কোন ফুল পছন্দ করে সেটা তিনি জানেন না বলে গোলাপ, অর্কিড দুটোই এনেছেন। এমনকি তাঁদের একে অন্যের খাবারের পছন্দ পর্যন্ত মিলে যায়। এমনকি সাধারণত যা কেউ করে না, এই ব্যক্তিকে দেখা যায় তিনি তাঁর ম্যাচকে বলছেন সে যেন তাঁর নম্বর নিজের বাড়িতে দিয়ে দেয়। এমনকি নিজেই তাঁর ম্যাচকে বাড়ি ছেড়ে আসেবন বলেও জানান।
আরও পড়ুন: 'আমার সঙ্গে দুদিন কাটিয়ে যান...' সদ্যই পা রেখেছেন ৭৫-এ, কাকে এভাবে খুল্লামখুল্লা আমন্ত্রণ জানালেন কবীর সুমন
এ হেন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। নিমেষে এই ভিডিয়োর ভিউজ কয়েক লাখ ছাড়িয়েছে। লাইক ছাড়িয়েছে পঞ্চাশ হাজার। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: 'আঁচলেই কিনা সব সম্মান...' আধুনিক মহিলাদের যৌনকর্মীদের সঙ্গে তুলনা! মমতা শঙ্করকে একহাত নিলেন স্বস্তিকা
আরও পড়ুন: 'সমাজ পুরোপুরি দায়ী', রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড নিয়ে কী জানালেন কমলেশ্বর মুখোপাধ্যায়?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'বাবা এ তো আমরা যারা ৯০ দশকে ডেট করেছি, সেইরকমটি। সভ্য, ভদ্র, মিষ্টি বাঙালি ছেলে যাঁদের বন্ধু বলা চলে, ভালোবাসা যায়, আজকাল ছেলে মেয়ে দুইই অধিকাংশ ক্ষেত্রে কিরকম যেন আদবকায়দা বিহীন, টিয়ামুখো গিরগিটির মতো।' কেউ আবার লেখেন, 'আপনি যেন আজকালকার যুগের ছেলেদের শিক্ষা দিলেন এই ভিডিয়ো দিয়ে। আজকাল এমন ছেলে দেখাই যায় না। কী রোম্যান্টিক।' তৃতীয় ব্যক্তির মত, 'ওমা কী মিষ্টি! আপনার উপর ক্রাশ খেলাম।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'পাক্কা বয়ফ্রেন্ড মেটিরিয়াল। কিন্তু এমন ছেলে কোথায় পাওয়া যায়?'