বাংলা নিউজ > বায়োস্কোপ > বাড়িতে শিবরাত্রির পুজো করলেন সোহা-কুণাল, শিবের মাথায় জল ঢালল খুদে ইনায়া! দেখুন

বাড়িতে শিবরাত্রির পুজো করলেন সোহা-কুণাল, শিবের মাথায় জল ঢালল খুদে ইনায়া! দেখুন

খেমু পরিবার

পুজো সেরে বাবা কুণালকে দুপুরের খাবার বেড়ে দিলেন খুদে ইনায়া।

সোমবার মহা শিবরাত্রির উপোস করে পুজো দিলেন সোহা আলি খান এবং কুণাল খেমু। বাড়িতেই করেছিলেন শিবের উপাসনার আয়োজন। সঙ্গে ছিল খুদে মেয়ে ইনায়া নাওমি খেমু। নেটমাধ্যমে পুজোর ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন দম্পতি। সেখানে খেমু পরিবারের সকলে এবং খুদে ইনায়াকেও পুজোয় অংশ নিতে দেখা গিয়েছে। 

বাবা কুণালকে খাবার বেড়ে দিচ্ছে ইনায়া। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সোহা। খাবার আয়োজনে ছিল রাজমা, ভাত, পালক পনির, তরকারি। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘খাবার বেড়ে দেওয়া হল’। রইল দম্পতির শিবরাত্রির পুজোর ছবি-

সোহার ইনস্টাগ্রাম স্টোরি
সোহার ইনস্টাগ্রাম স্টোরি
সোহার ইনস্টাগ্রাম স্টোরি
সোহার ইনস্টাগ্রাম স্টোরি

পুজো চলাকালীন একটি ভিডিয়ো শেয়ার করেছেন কুণাল। অভিনেতাকে শঙ্খ ফুঁকতে দেখা গিয়েছে ভিডিয়োতে। পাশে বসে স্ত্রী সোহা আলি খান। খুদে ইনায়া শিবের মাথায় দুধ-জল ঢালছে।

২০১৭ সালে বলিউড অভিনেতা কুণাল খেমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহা আলি খান। বিয়ের দু'বছর পর তাঁদের জীবনে আসে মেয়ে ইনায়া। বিয়ের আগে বেশ কিছু বছর তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। বিয়ের আগে থেকেই লিভ-ইন করতে শুরু করেছিলেন এই দম্পতি। দুই তারকার সম্পর্কের রসায়ন নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। তাঁদের সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশাই ভালোবাসার রঙ ছড়ায়।

 

 

বন্ধ করুন