Soha-Preity: ক্রিসমাস সেলিব্রেশনের প্রস্তুতি চলছে…, ছবি পোস্ট করলেন সোহা আলি খান, প্রীতি জিন্টা
Updated: 22 Dec 2024, 06:11 PM ISTক্রিসমাস এসে গিয়েছে। আর কয়েকদিন বাদেই বড়দিন। তারই সেলিব্রেশনে পুরোদমে প্রস্তুত সোহা আলি খান। তারই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শর্মিলা কন্যা। ডিসেম্বররের ছুটির আমেজ লেগেছে প্রীতি জিন্টার পরিবারেও। দুই যমজ সন্তান জয় ও গিয়া-কে নিয়ে একটা ফার্ম হাউসে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছেন প্রীতি।
পরবর্তী ফটো গ্যালারি