অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি তাঁর ভাই সইফ আলি খান এবং বৌদি করিনা কাপুর খান বিয়ে নিয়ে মুখ খুলেছেন। সইফের দ্বিতীয় স্ত্রী করিনা। তাঁদের বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। লাভ জেহাদের প্রসঙ্গ টেনে ট্রোলড হয়েছিলেন দুই তারকা। সম্প্রতি সেই অতীত স্মৃতি ফিরে দেখলেন সোহা। ট্রোলবাহিনীর হাত থেকে রেহাই পাননি তিনিও।
সাংবাদিক নয়নদীপ রক্ষিতের সঙ্গে আলাপচারিতায় সোহা জানিয়েছেন, বিয়ের কথা ঘোষণা করার সময় এই দম্পতির পুরো পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছিল। তবে শত কুৎসা এবং হুমকি সত্ত্বেও সইফ এবং করিনা তাদের সিদ্ধান্তে অবিচল ছিলেন এবং ২০১২ সালের অক্টোবর মাসে একটি ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠানে তাঁদের চার হাত এক হয়।
সোহা আরও যোগ করেছেন সইফিনার বিয়ে তাঁর মনে সাহস জুগিয়েছিল, এর জেরেই কুনাল খেম্মুর সঙ্গে ভিনধর্মে বিয়ে নিয়ে কটাক্ষের তীব্রতা সেভাবে আঁচ করেননি তিনি। যখন শর্মিলা কন্যাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ব্যক্তিগতভাবে সইফিনার বিয়ে নিয়ে কী ধরণের প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন? সোহা বলেন, ‘আমি মনে করি আমি যাদের ভালোবাসি তাঁরা যতক্ষণ আমাকে ভালোবাসবে আর সম্মান করবে সব ঠিক আছে। হেটার্সরা থাকবেই, অনেকে অনেক কথাও বলবে এবং সে ঠিক আছে। প্রত্যেকেরই মতামত দেওয়ার অধিকার রয়েছে’।
সইফিনার বিয়ের আশেপাশের পরিবেশের কথা উল্লেখ করে সোহা বলেন, 'করিনা ও ভাইয়ের বিয়ে হওয়ার সময়ও অনেক অদ্ভুত জিনিস ঘটেছিল, লাভ জিহাদ, ঘর ওয়াপসি, সব ধরনের অদ্ভুত শিরোনাম। আপনি জানেন, ‘আপনি আমাদের এক মেয়ে নিয়ে গিয়েছেন, এখন আমরা আপনার একজনকে নিয়ে আসব’।
এর আগে রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, করিনার বাবা রণধীর কাপুর তাদের পরিবারের ক্ষতি হয়ে যাবে এমন হুমকি চিঠি পেয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে বিয়ের স্থান টার্গেট করা হতে পারে। তবে সইফ দৃঢ় ছিলেন এবং বলেছিলেন, ‘হুমকি দেওয়া এবং তা কার্যকর করা দুটি আলাদা জিনিস’।
সইফের পরিবারে ভিনধর্মে বিয়ে নতুন নয়। পতৌদির নবাব মনসুর আলি খান পতৌদি ষাটের দশকে শর্মিলাকে বিয়ে করেছিলেন। তাঁদের তিন সন্তান সইফ, সাবা ও সোহা। পরবর্তীতে সহ-অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন সোহা। তাঁদের ফুটফুটে কন্যা সন্তান রয়েছে ইনায়া।
সোহা আলি খানকে শেষ দেখা গিয়েছিল বিশাল ফুরিয়া পরিচালিত একটি হিন্দি হরর ফিল্ম ছোরি ২ এ। চলচ্চিত্রের কাজ ছাড়াও, তিনি তার পডকাস্ট অল অ্যাবাউট হার দিয়ে ডিজিটাল মিডিয়ায় প্রসারিত হচ্ছেন, যা আগস্ট ২০২৫ এ চালু হতে চলেছে।