বাংলা নিউজ > বায়োস্কোপ > Soha Ali Khan: আলো-পাখা ছিল না, খোলা আকাশের নীচে ঘুমোতে হত, স্মৃতিচারণ সোহা আলি খানের

Soha Ali Khan: আলো-পাখা ছিল না, খোলা আকাশের নীচে ঘুমোতে হত, স্মৃতিচারণ সোহা আলি খানের

কী ঘটেছিল সোহার ছোটবেলায়? (ফাইল ছবি)

ছোটবেলার স্মৃতিচারণ করেছেন সোহা। বলেছেন পতৌদি প্যালেসে কাটানো দিনগুলির কথা। 

ছোটবেলার স্মৃতি এখনও বেশ তাজা সোহা আলি খানের মনে। বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন বিখ্যাত মানুষ। জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়ক। তার উপর নবাবের পরিবার। কিন্তু তার মধ্যেও খোলা আকাশের নীচে ঘুমোতে হত সোহা আলি খানদের। কেমন এমন কথা বলেছেন তিনি?

হালে তাঁদের পারিবারিক বাড়ি পতৌদি প্যালেসে সময় কাটাচ্ছিলেন সোহা। সঙ্গে ছিলেন স্বামী কুণাল খেমু এবং মেয়ে ইনায়া। এই বাড়িতে এলেই সোহার মনে পড়ে যায় ছোটবেলার কথা। এখানে ছোটবেলার অনেকটা সময় কেটেছে তাঁর। সোহার কথায়, ছোটবেলার স্মৃতি এখনও রীতিমতো উজ্জ্বল। 

সংবাদমাধ্যমে পতৌদি প্যালেসের গল্প বলতে গিয়ে সোহা বলেছেন, ছোটবেলায় যখন সেখানে যেতেন, তখন বিদ্যুৎ ছিল না। ফলে আলো-পাখার ব্যবস্থাও ছিল না। তাই গরমের সময়ে তাঁদের মশারি খাটিয়ে খোলা আকাশের নীচে ঘুমোতে হত।

এখনও পতৌদি প্যালেস তাঁর কাছে অত্যন্ত আকর্ষণের জায়গা। সে কথাও জানিয়েছেন নবাব পরিবারের মেয়ে। বলেছেন, ‘পতৌদি প্যালেসে থাকলেই মনে হয়, প্রকৃতির মাঝে আছি। ময়ূর ঘুরে বেড়াচ্ছে, কয়েকটি কুকুর আছে। সাপখোপও বেরোয় মাঝেমাঝে। সব মিলিয়ে প্রকৃতির মাঝেই জীবন কাটে।’

হালে বড়দিন উদ্‌যাপনের জন্য পতৌদি প্যালেসে গিয়েছিলেন সোহা। কুণাল, ইনায়া এবং সোহার মা শর্মিলাও ছিলেন সেখানে। সোহা জানিয়েছেন, তাঁর ৫ বছরের মেয়ে নিজেই পতৌদি প্যালেসের বাগানে নানা ফল এবং সব্জির গাছ করেছে। সেই গাছের ফল থেকে স্যালাডও হয়েছে। সোহার কথায়, ‘আমরা ক্রিকেট খেলেছি, গাছপালা লাগিয়েছি, নিজেদের ফলন করা গাছ থেকে স্যালাড বানানোর ফল পেয়েছি। সব মিলিয়ে প্রকৃতির মাঝে সময় কেটেছে।’

 

পতৌদি প্যালেসে সোহা। (ফাইল ছবি)
পতৌদি প্যালেসে সোহা। (ফাইল ছবি)

এ প্রসঙ্গে বলতে গিয়েই উঠে এসেছে ছোটবেলার কথা। সোহার কথায়, ‘ওখানে গেলেই মনে হয়, বাবার কাছে গেলাম। ওঁর সমাধির পাশে সময় কাটাই। মনে পড়ে ছোটবেলার কথা। তখন বিদ্যুৎ ছিল না। মশারি খাটিয়ে বাইরে শুতে হত। এসিও ছিল না, মোবাইল ফোনও ছিল না। বাকি দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।’ স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন সোহা।

বায়োস্কোপ খবর

Latest News

গাব্বায় নামার আগে ফিল্ডিং প্রতিযোগিতা… হারলেন রোহিত,বিরাটরা…টার্গেটে হিট জাদ্দুর ৯৮ রানে আউট অজিঙ্কা রাহানে, হার্দিকদের ছিটকে দিয়ে মুস্তাক আলির ফাইনালে মুম্বই IIT কানপুরের ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ACP'র বিরুদ্ধে FIR থানায় আর্থিক অনিয়মের অভিযোগে চাকরি থেকে অপসারিত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার মেয়ের বিয়েতে ডিজের ভূমিকায় অনুরাগ আলিয়াকে ঢোলে বসিয়ে একি কাণ্ড ঘটালেন শেন! বেদখল হয়ে গিয়েছে অফিস ঘর, গাছ তলায় বসতে হল একদা দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতাকে কাজের জন্য শনিবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কমছে মেট্রো, সময়সূচি বদল স্ত্রী একা হাঁটতে যাওয়ায় তিন তালাক দিলেন স্বামী, থানায় অভিযোগ মহিলার ‘মেয়ে সব থেকে বেশি বকে, আমি সর্বেসর্বা মনোভাব আমার চার সন্তানের নেই’, অকপট মিঠুন

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.