বাংলা নিউজ > বায়োস্কোপ > Pataudi Nawab Family: হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? ফাঁস করলেন সোহা

Pataudi Nawab Family: হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? ফাঁস করলেন সোহা

সোহা আলি খান

সোহা আলি খান সম্প্রতি তাঁর পরিবারের রাজকীয় ঐতিহ্য এবং তাঁদের ঐতিহাসিক বাসভবন পতৌদি প্রাসাদ সম্পর্কে নানা কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে তাঁদের বাড়িটি এত বড় যে তা রং করানোর পরিবর্তে তাঁর ভাই সইফ আলি খান খরচ কমাতে কেবল হোয়াইট ওয়াশ অর্থাৎ চুনকাম করান।

সোহা আলি খান সম্প্রতি তাঁর পরিবারের রাজকীয় ঐতিহ্য এবং তাঁদের ঐতিহাসিক বাসভবন পতৌদি প্রাসাদ সম্পর্কে নানা কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে তাঁদের বাড়িটি এত বড় যে তা রং করানোর পরিবর্তে তাঁর ভাই সইফ আলি খান খরচ কমাতে কেবল হোয়াইট ওয়াশ করান।

সাইরাস ব্রোচাকে দেওয়া এক সাক্ষাৎকারে, সোহা জানিয়েছেন যে, তাঁদের মা শর্মিলা ঠাকুর প্রতিদিনের এবং মাসিক খরচের হিসাব রাখার জন্য পরিবারের অ্যাকাউন্টগুলি নিজেই দেখেন।

আরও পড়ুন: পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মা সব সময় তাঁর হিসাবের খাতা নিয়ে বসে থাকেন। তিনি প্রতিদিনের ব্যয় থেকে শুরু করে মাসিক ব্যয় সবটাই নিজে হিসেব রাখেন। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা আমাদের প্রাসাদটি হোয়াইট ওয়াশ করি, বহু দিন এটা রং করা হয়নি কারণ হোয়াইট ওয়াশে খরচ কম, কিন্তু রং করানো খুবই ব্যয়বহুল। আমরা দীর্ঘদিন ধরে নতুন কোনও বাড়ি বা জায়গা কিনিনি, কারণ আমারা এই বাড়িটি যত্ন করে রাখতে চাই। কারণ এটা কোনও বস্তু নয়, এই বাড়িটা একটা স্থাপত্য, এটাই এই বাড়িকে আরও আকর্ষণীয় করে তোলে।’

সোহা এও জানিয়েছেন যে, ১৯৭০ সালে রাজতন্ত্রের বিলুপ্তির পর তিনি জন্মে ছিলেন। কিন্তু তাই দাদা সইফ একজন রাজকুমার হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘শুধু উপাধী বহন করা আনন্দেরই নয়, এর সঙ্গে অনেক দায়িত্ব আসে ... আমার ঠাকুমা ভোপালের বেগম ছিলেন, আমার ঠকুরদা ছিলেন পতৌদির নবাব, ঠাকুরদা আমার ঠাকুমাকে অনেক বছর ধরে ভালোবেসেছেন কিন্তু তাঁদের বিয়ে করতে দেওয়া হয়নি শুরুতে…’

আরও পড়ুন: ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা

তিনি জানান যে প্রাসাদটি তৈরি করতে গিয়ে তাঁর ঠাকুরদার সমস্ত টাকা ফুরিয়ে গিয়েছিল এবং এই কারণেই তাঁদের বাড়ির বিভিন্ন জায়গায় মার্বেলের চেয়ে বেশি কার্পেট রয়েছে। 

পতৌদি প্রাসাদ, বর্তমানে সইফ আলি খানের মালিকানাধীন, পূর্বে তাঁদের প্রয়াত পিতা মনসুর আলী খানের মালিকানাধীন ছিল এটি। প্রাসাদটি মূলত সইফের ঠকুরদা নবাব ইফতিখার আলি খান পতৌদি তৈরি করেছিলেন।

ইব্রাহিম কোঠি নামে পরিচিত, পতৌদি প্রাসাদ হরিয়ানার পতৌদিতে অবস্থিত। ১০ একর জমির উপর বিস্তৃত এই প্রসাদে ১৫০টি ঘর রয়েছে। যার মধ্যে রয়েছে ড্রেসিং রুম, বেডরুম, বিলিয়ার্ড রুম এবং ডাইনিং রুম। এখন তাঁরা এই এস্টেটটিকে অবকাশকালীন সময় কাটানোর জন্য ব্যবহার করেন। তাছাড়াও ছবির কাজের জন্য এটি ভাড়া দেওয়া হয়। সাম্প্রতিক সময় এই প্রাসাদেই 'অ্যানিম্যাল' এবং সইফের সিরিজ ‘তান্ডব’-এর শুটিং হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.