বাংলা নিউজ > বায়োস্কোপ > একসঙ্গে ফটোশ্যুটে সারলেন সইফ-সোহা, খুনসুটিতে মাতলেন দুই ভাইবোন

দাদা সইফ আলি খানের সঙ্গে সদ্য একটি ফটোশ্যুট সেরেছেন অভিনেত্রী সোহা আলি খান। ফটোশ্যুটের একটি বিটিএস ভিডিয়ো শেয়ার করেছেন সোহা। ওই ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ সাবা আলি খান। 

ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে সোহা লিখেছেন, ‘একজন অভিনেতা একটি ছোট্ট চারাগাছের মতো- তাদের ফুল ফোটার জন্য উত্সাহ এবং প্রেরণার দরকার!’ ক্লিপটিতে, সাইফকে ক্রুদের তাঁদের অনুপ্রেরণা যোগানোর জন্য বলতে দেখা যায়। সইফ বলেছেন, ‘আপনাকে ভালো বলতে হবে, একটু খুশি হতে হবে, দুঃখও পেতে হবে, আরও ভালো দেখতে হবে। আপনাকে আমাদের উৎসাহ দিতে হবে’।

ভিডিয়োর কমেন্টে সাবা লেখেন, ‘ভালোবাসি তোমাদের বন্ধুরা’। গায়িকা শালমলি খোলগাড়ে লিখেছেন, ‘উফফফ এটা খুবই মূল্যবান।’ সইফ এবং সোহা দুই ভাইবোনকে এক ফ্রেমে দেখে নেটিজেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

শর্মিলা ঠাকুর এবং প্রয়াত মনসুর আলি সব থেকে ছোট মেয়ে সোহা আলি খান। পতৌদি পরিবারের বড় ছেলে সইফ আলি খান এবং মেজ মেয়ে সাবা আলি খান। 

সইফকে শেষবার ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় দেখা গিয়েছিল। তাঁর আসন্ন প্রোজেক্টে ‘আদিপুরুষ’। এছাড়াও ‘বিক্রম বেদা’-এর মতো প্রোজেক্টে রয়েছে তাঁর হাতে। 

২০০৪ সালে ‘দিল মাঙ্গে মোর’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সোহা আলি খান। ‘রঙ দে বাসান্তি’, ‘খোয়া খোয়া চান্দ’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তাঁকে ‘কৌন বনেগি শিখরবতী’ ছবিতে দেখা গিয়েছে।

 

 

বন্ধ করুন