এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম চর্চিত শো ‘সোহাগ জল’। টিআরপি না এলেও দেওর-বৌদির পরকীয়া সম্পর্ক দেখানো নিয়ে শুরু থেকে এই সিরিয়াল নিয়ে কম বিতর্ক হয়নি। মাত্র তিন মাসেই বন্ধের মুখে ‘সোহাগ জল’। এর মাঝেই হানি বাফনা ভক্তদের জন্য সামনে এল বড় আপটেড। জুঁইকে ছেড়ে এবার অন্য কারুর হাত ধরতে চলেছেন ‘শুভ্র’ হানি। না, না বেণী বউদি নয়। কাহানিতে বড়সড় টুইস্ট রয়েছে। এবার রুপোলি পর্দায় অভিষেক হচ্ছে হানি বাফনার। হ্যাঁ, ছোট পর্দা আর ওটিটির পর এবার সিলভার স্ক্রিনে দেখা যাবে টেলিপাড়ার এই হার্টথ্রব নায়ককে। পরিচালক তুলিরেখা রায়ের নতুন ছবি ‘স্বপ্নউড়ান’-এ দেখা যাবে হানিকে, এই ছবিতে অভিনেতার জোড়িদার দেবলীনা দত্ত।
অভিজ্ঞতার বিচারে দেবলীনা হানির চেয়ে অনেক সিনিয়র। বহু বছর ধরে ছোটপর্দা, বড়পর্দায় দর্শক দেখেছে দেবলীনাকে। দেবলীনা হানির চেয়ে প্রায় দশ বছরের বড়। সিরিয়ালের শ্যুটিং সামলে সিনেমার শ্যুটিং, নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ ছিল হানি বাফনার কাছে। এই ব্যাপারে অভিনেতা জানান, ‘সত্যি কঠিন। কারণ আমি যেদিন ছবির শ্য়ুট করেছি, ওইদিনও সিরিয়াল সম্প্রচারিত হয়েছে। আগে থেকে ব্যাঙ্কিং করে রাখতে হয়। সাধারণ দিনের চেয়ে, সিনেমার শ্যুটের জন্য আরও বেশি সংখ্যক দৃশ্য আমাকে শ্যুট করতে হয়। তবে সিরিয়ালের প্রযোজক, ছবির প্রযোজক সকলে সাহায্য করেছেন, তাই সম্ভব হয়েছে’।
কেমন হবে এই ছবির গল্প? ‘স্বপ্নউড়ান’-এর প্রেক্ষাপট নব্বই দশক। জমিদার বাড়ির ছেলে হয়েও দু-মুঠো অন্ন জোগাড় করতে নাজেহাল অবস্থা প্রকাশের। উদীয়মান লেখক সে। তাঁর সঙ্গী বলতে ছোট ভাই। দীর্ঘদিন পর তাঁর জীবনে ফিরে আসে তাঁর দীর্ঘদিনের ভালোবাসার মানুষ রমা। এরপর কোন খাতে বইবে প্রকাশ-রমার জীবন?
ইতিমধ্যেই ছবির বেশকিছুদিনের শ্যুটিং শেষ হয়েছে। পর্দায় দেবলীনা-হানির রসায়ন কতটা জমজমাট হবে সেটাই দেখবার। ‘সোহাগ জল’ এত জলদি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনে হানি বাফনার ভক্তদের মনে যে বিষাদের কাল মেঘ জমে ছিল এই খবরে তা অনেকটাই কেটে গিয়েছে। ‘সোহাগ জল’-এর আগে ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গ্রামের রানি বীণাপানি’-র মতো ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে হানি বাফনাকে।