সরস্বতী পুজো মানেই বসন্ত পঞ্চমী। আর বসন্ত মানেই তো প্রেম। তাছাড়াও অনেকের মতে এই দিনটা বাঙালিদের 'ভ্যালেন্টাইনস ডে'। আর এই বিশেষ দিনে ভালোবাসার ছোঁয়া লেগেছিল টলিউডের দুই জনপ্রিয় মুখ সোহেল দত্ত আর তিয়াসা লেপচার মনেও।
মঙ্গলবার সোহেল তাঁর ইস্টাগ্রাম স্টোরিতে তিয়াসা লেপচাকে পাশে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তেমন কিছু না লিখলেও, তাঁদের সাজ দেখে বেশ বোঝা যাচ্ছে তাঁরা সরস্বতী পুজো উপলক্ষ্যেই সেজেছিলেন। কারণ বসন্ত পঞ্চমী মানেই বাসন্তী রঙ, আর বাসন্তী রঙের শাড়িতেই ছবিতে দেখা গিয়েছে তিয়াশাকে। সঙ্গে আকাশি রঙের স্লিভলেস ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। গয়না হিসেবে হাতে চুড়ি আর কানে বেশ বড় ঝোলা দুল পরেছিলেন নায়িকা। অন্যদিকে, প্রেমিকার সঙ্গে রঙ মিলান্তিতে ধরা দিয়েছিলেন সোহেল। তাঁর পরনে ছিল স্লেফ সুতোর কাজ করা পাঞ্জাবি। নিজেদের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে 'ইভেল আই' ইমোজি ক্যাপশন হিসেবে দিয়েছিলেন সোহেল।

প্রসঙ্গত, সোহেল বা তিয়াশা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে সরাসরি কথা না বললেও তাঁদের নানা ছবি থেকে তাঁদের সম্পর্কের ইঙ্গিত বেশ স্পষ্ট। তবে এর আগেও তিয়াশার বিয়ে হয়েছে যদিও সেই বিয়ের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না তাঁর জন্য। নায়িকা ভালোবেসে সুবানের সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিনোদন জগতেও অভিনেত্রী পা রাখেন বিয়ের পড়েই।
‘শ্যামা’ হয়ে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিয়াসা। অভিনেত্রীকে বিনোদন জগতে আসার ক্ষেত্রেও সুবান সাহায্য করেছিলেন। তিয়াশাও অবশ্য সেই কথা বারবারই স্বীকার করেছেন। কিন্তু তারপর নানা কারণে সুবানের সঙ্গে ডিভোর্স হয় তিয়াসার। আর তারপর থেকেই নানা কটাক্ষ ধেয়ে আসে নায়িকার দিকে। অনেকে দাবি করেন, সাফল্য পেয়ে স্বামীকে নাকি ছেড়ে দিয়েছেন তিনি! অবশ্য এই প্রসঙ্গে বেশ কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: মনস্তাত্ত্বিক ছবিতে প্রিয়ঙ্কা ও ঋষি কৌশিক, কেমন হবে রোহন সেনের নতুন ছবি কন্যা?
তিনি বলেছিলেন, ‘আমি কাউকে ছেড়ে দিয়েছি, এই লাইনটা নিয়ে আমার সমস্যা আছে। ডিভোর্স দুটো মানুষের সম্মতিতে হয়। আজও ডিভোর্সের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয়। সমস্যা সবার হতে পারে, সবকিছুতে মেয়েদের দায়ী করা উচিত নয়।’
কাজের সূত্রে, স্টার জলসার 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেন তিয়াসা। তারপর ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে ‘রানি ভবানী’র চরিত্রেও তাঁকে দেখা গিয়েছিল। বর্তমানে ‘রোশনাই’ ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই চরিত্রে অবশ্য শুরু থেকে তিনি ছিলেন না। প্রথমে ‘রোশনাই’ হিসেবে অনুষ্কাকে দেখা যেত, তিনি মেগা থেকে সরে গেলে অভিনেত্রী তাঁর জায়গা নেন। অন্যদিকে, সোহেলকে বর্তমানে দেখা যাচ্ছে, ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে।