৫৮ বছর বয়সেও অকৃতদার সলমন খান! হ্যাঁ, ভাইজানের নামের পাশ থেকে ব্যাচেলর তকমা ঘুচল না। তবে আরবাজ খানের পর এবার সেলিম খানের ছোট ছেলেও দ্বিতীয়বার ছাদনা তলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমনই কানাঘুষো। বছর দুয়েক আগে সোহেল খানের বিয়ে ভেঙেছে।
সীমা সাজদেহ-র সঙ্গে ভিনধর্মে বিয়ে সেরেছিলেন সোহেল। কিন্তু ২৪ বছরের সেই বিয়ে টেকেনি। দুই সন্তান নিয়ে সোহেলের থেকে আলাদা হন সীমা। দীর্ঘদিনই এক ছাদের তলায় থাকতেন না দুজনে। অবশেষে ২০২২ সালে আলাদা হন তাঁরা। এর মাঝেই আচমকাই সোহেলের প্রেমের গুঞ্জনে তোলপাড় বি-টাউন। হালে এক রহস্যময়ীর সঙ্গে রেস্তোরাঁর বাইরে লেন্সবন্দি হন সোহেল। এরপরেই গুঞ্জন শুরু, এই সুন্দরীর সঙ্গেই নাকি প্রেম করছেন সোহেল।
প্রেমের জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সেলিম পুত্র। ‘মেয়নে প্যায়ার কিঁউ কিয়া’ অভিনেতা বলেন- ‘আমরা প্রেম করছি না। সে আমার খুব পুরোনো বন্ধু।’ এর চেয়ে বেশি কথা বাড়াননি সোহেল। রহস্যময়ীর সঙ্গে নিজের সম্পর্ককে ‘বন্ধুত্ব’-এর নাম দিলেও তাতে সন্তুষ্ট নন সকলেই। গত বছর সকলকে চমকে দিয়ে রূপটান শিল্পী সুরাহ খানকে বিয়ে করেন আরবাজ। সেই পথেই কি হাঁটবেন সোহেল? নাকি বিয়ের উপর আস্থা হারিয়েছেন অভিনেতা?
ভাবনা এবং চাঙ্কি পাণ্ডের বাগদানে সোহেলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ব্যবসায়ী পরিবারের সুন্দরী কন্যা সীমার। প্রেম সম্পর্ক নিয়ে বলতে গিয়ে সীমা জানিয়েছেন,'আমাদের রোম্যান্স অনেকটা ঘুর্ণিঝড়ের মতো ছিল এবং তারপরে আমরা বিয়েও করি। তবে এই বিয়েটা হয়েছিল পরিবারের অমতে। মাত্র তিন মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। মাঝরাতে সোহেলের রাত ধরে পালিয়েছিলেন ২২ বছরের সীমা। সোহেলও কখন সবে ২৯!
দুজনের ২৪ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০২২ সালের মে মাসে। তাঁদের দুই পুত্র সন্তান- নির্ভান ও ইয়োহান।