নেটফ্লিক্সে আসছে ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর দ্বিতীয় সিজন। ইতিমধ্যেই এসেছে টিজার। আর তা দেখে উৎসাহে যাকে বলে টববগিয়ে ফুটছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে, নীলম কোঠারি আর সীমা কোঠারি একসঙ্গে আসছেন আরও একবার।
সীমা খান, ভাবনা পাণ্ডেরা টিজার শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে সীমাকে বলতে শোনা যাচ্ছে একটা সময়ের পর মহিলারা যৌনতার ইচ্ছে হারিয়ে ফেলেন। আর সকলকেই কথা বলতে শোনা যায় কীভাবে সেই ইচ্ছে ফিরিয়ে আনা যায়।
সীমা খান, সোহেল খানের প্রাক্তন স্ত্রী টিজার শেয়ার করে লিখেছেন, ‘নিউজফ্ল্যাশ, আপনাদের অফিসিয়াল আমন্ত্রণ ফ্যাবিউলাস সার্কেলে ফেরত আসার জন্য! তৈরি হয়ে যান, কারণ আসছে সিজন ২ নেটফ্লিক্সে।’ আর এই পোস্টের কমেন্ট সেকশনে ফারহা লিখলেন, ‘তোমার জ্ঞানের কথা শোনার জন্য মুখিয়ে আছি কামিনী।’ আরও পড়ুন: লোকের ফেলে রাখা এঁটো খাবার খান জ্যাকি চ্যান, ফাঁস করলেন সোনু সুদ
যদিও ইতিমধ্যেই সোহেল খানের সঙ্গে বিচ্ছেদের আবেদন করে দিয়েছেন সীমা খান। দুজনের দাম্পত্য অনেকদিন ধরেই টালমাটাল ছিল। এমনকী এক ছাদের তলায় থাকতেনও না তাঁরা। মুম্বইয়ের এক পারিবারিক আদালতে এপ্রিল মাসে তাঁদের দেখা গিয়েছিল একসঙ্গে। ২৪ বছরের দাম্পত্য ভেঙে গিয়েছে।
১৯৯৮ সালে সোহেল আর সীমা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের দুই সন্তান, নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালে প্রথম তাঁদের ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল। নেটফ্লিক্সের শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ সীমার কথায় স্পষ্ট হয়েছিল এক ছাদের তলায় থাকেন না তাঁরা। ফলত ২৪ বছরের দাম্পত্য ভেঙে যায়। দাদা আরবাজের পর বিয়ে টেকে না সোহেলেরও। আরও পড়ুন: নেই ব্রা, ব্লাউজের হুক খুলে দিলেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া! ছবি নিয়ে উত্তেজনা
‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর দ্বিতীয় সিজনের টিজার শেয়ার করেছেন অভিনেতা সমীর সোনির বউ সীমা কোঠারিও। তিনি লেখেন, ‘গ্ল্যাম, গ্লিটজ আর এক কাপ গরম চা। আপনার প্রিয় মানুষরা আসছেন নতুন সিজন নিয়ে আর এটা দুর্দান্ত হতে চলেছে। খুব জলদি আসছে নেটফ্লিক্সে।’
অভিনেতা সঞ্জীব কাপুরের বউ মহিপ লিখেছেন, ‘সব কিছুই ফ্যাবুলাস হতে চলেছে, ওদের ইনার সার্কেলে আপনাদের আমন্ত্রণ। ৪ ফেব্রুয়ারি আসছে সিজন ২।’