এবার এক ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন সোহম-প্রিয়াঙ্কা-বিবৃতি-দেবাসিসরা। ছবির নাম ‘সে তো আজ ও বোঝে না’। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির চরিত্রগুলির লুক। ছবি পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রন রাজ। কিন্তু কেমন সেই ছবির গল্প?
মৈনাক, মালদা থেকে কলকাতায় আসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য। সঙ্গে আসে তাঁর স্কুল-কলেজের বন্ধু জাহির। কলকাতাতে এসে মৈনাকের সঙ্গে আবারও দেখা হয় ছোটবেলার আরও এক বন্ধু মেঘলার। সে এখন ক্লারিকাল পোস্টে একটা সরকারি চাকরি করে। মেঘলাও সব সময় চইত যাতে তাঁর বন্ধুরা সরকারি চাকরি পায় এবং আত্মনির্ভর হয়ে ওঠে। কিন্তু মৈনাক সবসময়ই অন্যরকম কিছু করতে চাইত। কারোর চাকরগিরি করতে চাইত না মৈনাক, এমনকি সরকারি চাকুরে হলেও তার আপত্তি ছিল। এদিকে বেকার মৈনাকের পকেটে জোর করে হাতখরচার টাকা ঢুকিয়ে দিত মেঘলা। আর এই বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হয় মৈনাকও তা বুঝতে পারেনি। এদিকে মেঘলার বিয়ের দিন এসে যায় মেঘলার পছন্দের ভালবাসার মানুষের সঙ্গেই বিয়ে হয়ে যায়।
এদিকে বিয়ের দিনের পর থেকে মেঘলা আর মৈনাককে খুঁজে পায়না। এরপর আবার যখন মৈনাক- মেঘলার দেখা হয়, তখন তার পরনে সাদা শাড়ি, খালি সিঁথি। তখন মৈনাকে দামি গাড়ি, কোর্ট আর বুটে দেখা যায়! এমন কী ঘটেছে? কার সঙ্গেই বা বিয়ে হয়েছিল মেঘলার। মৈনাক-মেঘলার ভালোবাসা কি আদৌ পরিণতি পাবে? এসব প্রশ্নের উত্তর মিলবে ছবি মুক্তির পর।
ছবিতে মৈনাক চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে আর মেঘলা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। অন্যদিকে সাংবাদিক বৃষ্টির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি ও জাহিরের চরিত্রে রয়েছেন অভিনেতা দেবাশিস মণ্ডল।
রন রাজ পরিচালিত এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে রয়েছেন অভিজিৎ গুহ। ইতিমধ্যে ছবির অনেকটা অংশের শ্যুটিং এই কলকাতা শহরেই হয়ে গিয়েছে। বাকি শ্যুটিং বর্তমানে চলছে। ‘পান্ডে মোশান পিকচার্স’ এর ব্যানারে প্রযোজক মুকেশ পান্ডের প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি। আগামী বছর বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবিতে মিউজিক করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।