কিছুদিন আগে একটি ঘটনায় গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। নিউটাউনে একটি রেস্তোরাঁয় শ্যুটিং করতে গিয়ে সেখানকার মালিক এবং কর্মীদের গায়ে হাত তুলেছেন সোহম চক্রবর্তী, এমনটাই অভিযোগ করা হয়েছিল। এবার সেই ঘটনায় নতুন মোড় এল।
কী জানা গেল সোহম-রেস্তোরাঁ কাণ্ডে?
বর্তমানে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে সোহম রেস্তোরাঁ কাণ্ডের। সেখানেই এদিন জানানো হল সেদিনের ঘটনার মূলত চড় মারার সময়ের কোনও সিসিটিভি ফুটেজ নাকি সংরক্ষিত করা হয়নি। পুলিশের কাছে নাকি সেইদিনের কোনও ফুটেজ নেই। ওই রেস্তোরাঁর সিসিটিভি এমনই কাজ করলেও যেদিন ঘটনাটি ঘটেছে তার কদিন আগে থেকে নাকি কিছুই রেকর্ড হচ্ছিল না। এমনটাই বুধবার ১০ জুলাই এই কেসের শুনানিতে কলকাতা হাইকোর্টকে জানিয়েছে রাজ্য।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডিসিকে গোটা কেসটার নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। নতুন রিপোর্ট পেশ করতে বলেছেন। আগামী ৩১ জুলাই এই কেসের পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়েছে।
পুলিশ কমিশার টেকনো সিটি থানার ওসির থেকে গোটা ঘটনার ব্যাখ্যা চেয়েছেন বলে এদিন শুনানিতে রাজ্যের তরফে কোর্টকে জানানো হয়। অমৃতা সিংহ ওসির কোনও বয়ান থেকে থাকলে সেটা জমা দিতেও বলেছেন।
একই সঙ্গে এদিন কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিউ টাউনের সেই রেস্তোরাঁর মালিক এবং তাঁর স্ত্রীকে এখনই গ্রেফতার করা যাবে না। পরবর্তী শুনানির পর কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটার উপর নির্ভর করবে সব।
আরও পড়ুন: টাইমস স্কোয়ারে সামনে সুরঙ্গনার ঠোঁটে ঠোঁট রাখলেন ঋদ্ধি, ভাইরাল ছবি দেখে কী লিখলেন সৃজিত?
আরও পড়ুন: 'বস'-এর অবস্থা খারাপ? রাখি গুলজারের স্বাস্থ্যের আপডেট দিয়ে কী জানালেন শিবপ্রসাদ
কী ঘটেছিল সেদিন?
নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে সোহম চক্রবর্তী বেধড়ক মেরেছেন বলেই অভিযোগ উঠেছে। সেই ব্যক্তি তাঁর দোকানের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন। সেই ঘটনার পর প্রাথমিক ভাবে ক্ষমা চাইলেও পরবর্তীতে অভিনেতা গিয়ে রেস্তোরাঁর মালিকের নামে থানায় গিয়ে FIR দায়ের করে আসেন। সোহম চক্রবর্তী সেদিন জানিয়েছেন নিউটাউনের রেস্তোরাঁর মালিক যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন তার অনেকটাই ডিলিট করে দেওয়া হয়েছে। অর্ধেকটা দেখানো হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এরপর তিনি সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের নামে FIR দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে FIR দায়ের করেন।