সোহম মজুমদার তাঁর কেরিয়ারের সিঁড়ি বেয়ে উপরে যে উঠেই চলেছেন তা বলাই বাহুল্য। বাঙালি অভিনেতা মুম্বই এবং কলকাতা দু'জায়গাতেই সমান তালে কাজ করে চলেছেন। এবার অভিনেতাকে দেখা যাবে রাজ অ্যান্ড ডি কের ‘সিটাডেল: হানি বানি’-তে। সিরিজের ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
রুশো ব্রাদার্স জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ এবার আসতে চলেছে বলিউডে। না কোনও ডাবিং নয়, বরং তা আসছে ভারতীয় সংস্করণে। বেশ কিছু দিন আগেই জানা গিয়েছিল, পরিচালক রাজ অ্যান্ড ডি কে বলিউডে আনতে চলেছেন ‘সিটাডেল’।
আরও পড়ুন: নেই কোনও আড়ম্বর, রাধিকার প্রি-ওয়েডিংয়ের এক অদেখা ছবি! ভাগ করে নিলেন ওরি!
রাজ অ্যান্ড ডি কে 'ফ্যামিলি ম্যান', 'ফারজি'র মতো বিখ্যাত সব ওয়েব সিরিজের নির্মাতা হিসেবে জনপ্রিয়। এবার তাঁদের পরিচালনায় আসতে চলেছে 'সিটাডেল: হানি বানি'। মঙ্গলবার সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে 'হানি-বানি'র রসায়ন। ভাবছেন কারা এই ‘হানি-বানি’? রাজ অ্যান্ড ডি কের ‘সিটাডেল’-এ 'হানি' হলেন সামান্থা রুথ প্রভু আর ‘বানি’ হলেন বরুণ ধাওয়ান।
হ্যাঁ, এই সিরিজে হানির চরিত্রে দেখা যাবে সামান্থাকে। 'দ্য ফ্যামিলি ম্যান'-এর পর আবার তিনি জুটি বাঁধলেন রাজ অ্যান্ড ডি কের সঙ্গে। তবে এবার চোর-স্পাইয়ের খেলায় তিনি স্পাই। পাশাপাশি তিনি এখানে এক মেয়ের মাও। মেয়ে 'নাদিয়া'-কে নিয়ে তার জীবন, সঙ্গে রয়েছে অ্যাকশন। তিনি জানেন কীভাবে নিজের সন্তানকে রক্ষা করে, শত্রুকে দমন করা যায়। অন্যদিকে, ‘বানি’-এর চরিত্রে বরুণ ধাওয়ানও কিছু কম যান না। সিরিজে 'বানি' একজন অনাথ এবং স্পাই।
তবে এই ওয়েব সিরিজে সামান্থা ও বরুণ ছাড়াও রয়েছেন কে কে মেনন, সিমরান, সাকিব সেলিম, সিকন্দর খের, শিবঙ্কিত পারিশার এবং কাশভি মজমুদার। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহম মজুমদার।
আরও পড়ুন: গোলাপি জামায় পুতুল ইয়ালিনি, ছেলের জন্মদিনে শুভশ্রীর মেয়েকে আদর জিতের
প্রসঙ্গত, সোহম মজুমদারকে বাংলা ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', ‘দৃষ্টিকোণ’ 'তারকার মৃত্যু' এবং 'দিলখুশ'- এর মতো ছবিতে কাজ করতে দেখা গিয়েছে। তাছাড়াও শাহিদ কাপুর অভিনীত ব্লকবাস্টার ছবি 'কবীর সিং'-এ তাঁকে শাহিদের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। তবে কেবল কাজ না তাঁর ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়। অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়।
উল্লেখ্য, হলিউডের ‘সিটাডেল’ আগেই দেখেছেন দর্শকরা। আর সেখানে ছিলেন ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ছাড়াও মূল সিরিজে দেখা গিয়েছিল রিচার্ড ম্যাডডেনের ৷ ওই সিরিজটি দর্শকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ৷ হলিউডে সিরিজটি রুশো ব্রাদার্সের প্রযোজনায় মুক্তি পেয়েছিল৷ সেটিও আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হয় 'সিটাডেল' নামে। গত বছরের ২৮ এপ্রিল সিরিজটি মুক্তি পেয়েছিল৷ 'সিটাডেল' এক কাল্পনিক গুপ্তচর সংস্থা। এই সংস্থার এজেন্টের বিভিন্ন অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজগুলি।