বাংলা নিউজ > বায়োস্কোপ > Uron Tubri: ‘খারাপ লাগা তো আছেই’, ফুরালো অর্জুন-তুবড়ির সফর, শ্যুটিংয়ের শেষদিন আবেগঘন সোহিনী

Uron Tubri: ‘খারাপ লাগা তো আছেই’, ফুরালো অর্জুন-তুবড়ির সফর, শ্যুটিংয়ের শেষদিন আবেগঘন সোহিনী

শেষ হল পথচলা

Uron Tubri: শ্যুটিং শেষ ‘উড়ন তুবড়ি’র। শীঘ্রই আসছে ‘রাঙা বউ’। কবে শেষবার টিভির পর্দায় দেখা যাবে অর্জুন-তুবড়িকে? 

নতুনকে জাগয়া করে দিতে হবে, তাই ১০ মাসেই শেষ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক- ‘উড়ন তুবড়ি’। গত মার্চে শুরু হয়েছিল এই মেগা, কিন্তু শুরু থেকেই টিআরপি তালিকায় সেইভাবে দাগ কাটতে পারেনি ‘উড়ন তুবড়ি’। ফলে তিন মাসের মধ্যেই দু-বার স্লট বদল হয়েছিল এই সিরিয়ালের। অবশেষে রাত সাড়ে দশটার স্লটে পাঠিয়ে দেওয়া হয় সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিক ঘোষ অভিনীত এই মেগা। চলতি মাসের গোড়াতেই জানা গিয়েছিল শেষের পথে অর্জুন-তুবড়ির সফর। আর সেইমতো শুক্রবার শেষদিনের শ্যুটিং সেরে ফেললেন সোহিনী-স্বস্তিকরা।

শ্যুটিং-এর শেষদিন একরাশ মন কেমন ঘিরে ধরেছে সোহিনীকে। এদিন পুলিশের খাকি উর্দিতে সেজে শেষবার রেডি হলেন পর্দার তুবড়ি। মেকআপ রুমে বসেই আইফোনের ক্যামেরায় নিজেকে ফ্রেমবন্দি করেছেন সোহিনী। মিরর সেলফি পোস্ট করে নায়িকা লেখেন- ‘শেষবারের মতো… তুবড়ি’। ঠোঁটের কোণে হাসি, তবে চোখে মন খারাপ ভিড় করে এসেছে।

সিরিয়াল সেইভাবে দাগ না কাটলেও অর্জুন-তুবড়ির রসায়ন কিন্তু বেশ পছন্দ করেছে দর্শক। বলা যায়, এই সিরিয়ালরের একমাত্র পাওনা এই জুটি। শেষদিন সোহিনীকে আগলে একটি ছবি পোস্ট করেন অভিনেতা স্বস্তিক ঘোষ। দর্শকদের উদ্দেশে তুবড়ির অর্জুনের বার্তা, ‘আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের উড়ন তুবড়ি পরিবার কে এতো ভালোবাসা দেওয়ার জন্য’।

চপ ভেজে তিন মেয়েকে বড় করেছে এক সিঙ্গল মাদার। এমন গল্প নিয়েই শুরু হয়েছিল ‘উড়ন তুবড়ি’। মায়ের ভূমিকায় লাবণী সরকার, এবং তাঁর তিন মেয়ের চরিত্রে সোহিনী ছাড়াও দেখা গিয়েছে সুকন্যা বসু এবং সৌমি চট্টোপাধ্যায়কে। 

শ্যুটিংয়ের শেষ দিন সোহিনী বললেন, ‘খারাপ লাগা তো থাকবেই। কান্না-কাটি ঠিক নয়। আসল খারাপ লাগাটা কাল থেকে শুরু হবে। যখন ঘুম থেকে উঠে সেটে আসার তাগিদ থাকবে না।’

অন্যদিকে সোহিনীর নায়ক কী বলছেন? স্বস্তিক জানালেন,'কোনও জিনিস যখন শুরু করি, তখনই জানি একদিন না একদিন শেষ হবে। এটা শেষ বলেই তো আরও অনেক ভালো কাজ নিয়ে হাজির হব। যাঁরা অপেক্ষায় রয়েছে, তাঁদেরকেও তো জায়গা ছেড়ে দিতে হবে'। সঙ্গে সংযোজন, তুবড়ি আর অর্জুন এই সেটেই রয়ে যাবে তবে সোহিনীকে মিস করবেন না স্বস্তিক। কারণ ‘ভালো বন্ধু’ সোহিনীর সঙ্গে তাঁর যোগাযোগ অটুট থাকবে। 

আগামী সোমবার থেকে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন মেগা ‘তোমার খোলা হওয়া’। রাত ৯.৩০টার স্লটে দেখা যাবে এটি। অন্যদিকে ‘রাঙা বউ’ আসছে ১৯শে ডিসেম্বর থেকে রাত সাড়ে ৮টায়। অর্থাৎ স্লট হারালো লক্ষ্মী কাকিমা। সুতরাং ১৬ই ডিসেম্বর শেষ সম্প্রচার ‘উড়ন তুবড়ি’র। আর এবার থেকে রাত সাড়ে দশটার স্লটে ঠেলে দেওয়া হল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’কে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করেনি চ্যানেল। 

বায়োস্কোপ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.