বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohini Sarkar-Trina Saha: কেন ঝগড়া সোহিনী-তৃণার? কী বলছেন ‘মাতঙ্গী’র পরিচালক

Sohini Sarkar-Trina Saha: কেন ঝগড়া সোহিনী-তৃণার? কী বলছেন ‘মাতঙ্গী’র পরিচালক

সোহিনী সরকার-তৃণা সাহা

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছ, ক্যামেলিয়া প্রোডাকশনের ওয়েব সিরিজ 'মাতঙ্গী'র শ্যুটিংয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে, যে ওয়েব সিরিজের আবার যৌথ প্রযোজক রুদ্রনীল ঘোষ। সোহিনী সরকারের সঙ্গে ঝগড়ার কারণেই নাকি শ্য়ুটিং ছেড়ে বের হয়ে যান তৃণা সাহা। খবর ছড়িয়ে পড়তেই এটা নিয়ে টলিপাড়ায় চর্চা চলছে।

দুই নায়িকার জোর ঝগড়া, আর তা এতটাই চূড়ান্ত পর্যায় পৌঁছেছে যে একজন শ্যুটিং সেট ছেড়েই নাকি বের হয়ে গিয়েছেন। ঘটনার কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কিন্তু ঝগড়াটা কাদের মধ্যে হয়েছে? শোনা যাচ্ছে এরাঁ হলেন সোহিনী সরকার আর তৃণা সাহা।

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছ, ক্যামেলিয়া প্রোডাকশনের ওয়েব সিরিজ 'মাতঙ্গী'র শ্যুটিংয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে, যে ওয়েব সিরিজের আবার যৌথ প্রযোজক রুদ্রনীল ঘোষ। সোহিনী সরকারের সঙ্গে ঝগড়ার কারণেই নাকি শ্য়ুটিং ছেড়ে বের হয়ে যান তৃণা সাহা। খবর ছড়িয়ে পড়তেই এটা নিয়ে টলিপাড়ায় চর্চা চলছে।

ঠিক কী নিয়ে ঝগড়া?

জানা যাচ্ছে, শ্যুটিংয়ে নাকি নিজস্ব মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিয়ে আসেন সোহিনী সরকার। সেই খরচ বহন করে প্রযোজনা সংস্থা। 'মাতঙ্গী'র ক্ষেত্রেও একই ঘটেছে। এদিকে তৃণা এই বিষয়টা জানতেন না। শ্যুটিংয়ে এসে বিষয়টা জেনে তিনিও একই সুযোগ দাবি করেন। আর তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তৃণার বিরুদ্ধে পরিচালকদের অপমানের অভিযোগও উঠেছে। ঘটনার পরই নাকি চিৎকার চেঁচামিচি শুরু হয়, সেট ছেড়ে বের হয়ে যান তৃণা সাহা। এদিকে কেউ কেউ বলছেন, ঝামেলা বাড়ে সোহিনীর একটা মেসেজে। সোহিনী নাকি আর্টিস্টগ্রুপের হোয়াটসঅ্যাপে কারোর নাম না করে লেখেন, ‘আমার বিনীত অনুরোধ প্রোডাকশন ও পরিচালক টিমের কাছে, অভিনেতা-অভিনেত্রীদের কী প্রয়োজন (অভিনয় ক্ষমতা বাদ দিয়ে) তা কথা বলে মিটিয়ে নিলেই কাজটা সুবিধা হয়। আমি কথাগুলো লিখতে বাধ্য হচ্ছি, কারণ আমি কী সুবিধা পাচ্ছি, সেটা নিয়ে সেটের পরিবেশ নষ্ট হচ্ছে।’ আর সোহিনীর এই মেসেজেই নাকি আরও অপমানিত বোধ করেন তৃণা। তাঁর মনে হয়েছে তাঁকে উদ্দেশ্য করেই 

আরও পড়ুন-‘লোকে শুধু তাঁকে শুভশ্রীর বর বলেই চেনেন!’ সুন্দরবনে গিয়ে বুঝলেন রাজ চক্রবর্তী

আরও পড়ুন-এত্ত স্পর্ধা! অনুরাগীর কাণ্ডে মাইক ছুড়ে মারলেন পপ গায়িকা কার্ডি বি, দেখুন কাণ্ড…

সোহিনীর কথায়, তিনি ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় মেকআপ আর্টিস্ট, হেয়ার অ্যাটেনডেন্ট পান, প্রয়োজনে মেকআপ ভ্যান বা রুমও পান। এর জন্য তাঁকে কারোর সঙ্গে কোনওদিন ঝামেলা করতে হয়নি। তাঁর বিশ্বাস, অপেক্ষা করলে শিল্পী নিজের যোগ্যতায় সবই অর্জন করতে পারেন সময়ের সঙ্গে। 

যদিও এবিষয়ে তৃণা সাহা বা সোহিনী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ফোন তোলেননি। এদিকে ঘটনার জেরে আটকে ‘মাতঙ্গী’ শ্যুটিং। কবে শ্যুটিং ফের শুরু হবে তা এখনও কেউ বলতে পারছেন না। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আরজি করের CCU-তে চলছে অনিকেতের চিকিৎসা, এখন কেমন আছেন তিনি? রেড পান্ডা সংরক্ষণ-প্রজননে বিশ্বে সেরা তিনের তালিকায় দার্জিলিংয়ের চিড়িয়াখানা মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল ছেলে নিয়ে একফ্রেমে রাহুল-প্রিয়াঙ্কা! পাপারাৎজিদের কাছে যে আবদার রাখল সহজের বাবা কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল সরকারি কর্মীদের ডিএ বাড়ুক না বাড়ুক, একলাফে এই ভাতা বাড়ছে ২৫%, জারি মেমো দশমীতে সাগরে তৈরি হবে নয়া ঘূর্ণাবর্ত, তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.