মঞ্চ কাঁপানোর পর এবার বড় পর্দায় আসছে ‘অথৈ’। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। পরিচালক হিসাবে এই ছবির সঙ্গেই আত্মপ্রকাশ করছেন অর্ণ মুখোপাধ্যায়। ছবিতে নাম ভূমিকাতেও তিনি। শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘ওথেলো’কে অর্ণ একাধিকবার মঞ্চস্থ করেছেন ‘অথৈ’ নামে। এবার মঞ্চ পেরিয়ে রুপোলি পর্দায় এই ছবি, যার সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। আরও পড়ুন-‘মানুষ মানুষকে ঘেন্না করে’, বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে অনির্বাণ-অর্ণ-সোহিনী; আসছে অথৈ
অথৈ সাজানো ভিনসুরা নামের এক কাল্পনিক জায়গায় প্রেক্ষাপটে। চিরকাল হারতে থাকা ভিনসুরাবাসীকে ট্রেলারের শুরুতেই প্রশ্নের মুখে ফেললেন অনির্বাণ। গোগোর কথায় অথৈর মনোবল টলমল। তখন তাঁকে সাহস জোগায় রবি ঠাকুরের বাণী, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’। মুখ আর মুখোশের আড়ালের আসল সত্যি কী? সেই উত্তরই খুঁজবে অথৈ কুমার লোধা।
বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বই এই ছবির মূল উপজীব্য। অথৈ-এর ট্রেলারের সবচেয়ে বড় চমক দিতিপ্রিয়া রায়। হ্যাঁ, এই ছবিতে থাকছেন রানিমাও। ট্রেলারের কয়েক ঝলক দেখা মিলল তাঁর। ওথোলের 'ডেসডিমোনা'র চরিত্রে এই ছবিতে রয়েছেন সোহিনী, চরিত্রের নাম ‘দিয়ামোনা’। সূত্রের খবর 'বিয়াঙ্কা' আশ্রিত চরিত্রে থাকছেন দিতিপ্রিয়া, অর্থাৎ ক্যাসিওর (অপর্ণ, এখানে মুকুল) ঈর্ষান্বিত প্রেমিকার ভূমিকায় তিনি।
নিজের বিশ্বস্ত মুকুলের (অপর্ণ) সঙ্গে স্ত্রীর পরকীয়া বীজ অথৈর মনে ঢুকিয়ে দেবে গোগো। সেই বীজই একদিন বটবৃক্ষ হয়ে ভেঙে চৌচির করে দেবে অথৈ-এর সাজানো নীড়। অথৈর অন্দরের পশুকে জাগিয়ে তুলে এক অদ্ভূত সুখ গোগোর অন্তরে। কিন্তু কেন? সেই উত্তরই মিলবে ছবিতে।
অর্ণর কথায়, ‘অথৈ-এর সঙ্গে আমরা চেষ্টা করেছি মানুষের গভীর ইমোশনগুলোর মধ্যে যে জটিলতা রয়েছে সেগুলোর ভিতর ঢুকে পড়তে। শেক্সপিয়ারের কালজয়ী গাথাকে আজকের প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির মাধ্যমে আমরা চেষ্টা করব দর্শকদের নজর কাড়তে, আজকের যুগে ভালোবাসা, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষার মতো বিষয়গুলো নিয়ে তাঁরা যেন আলোচনা করে সেটাই লক্ষ্য’।
২০১৬ সালে থিয়েটারের জন্য ‘অথৈ’ তৈরি করেছিলেন অর্ণ। শেক্সপিয়ারের নাটকের মূল নির্যাসটুকু নিয়ে এক দলিত সমাজের প্রেক্ষপটে সাজিয়েছিলেন গল্প। এবার সেই নাটক বড় পর্দায়। কতটা আলাদা হবে সেটি? অর্ণ জানিয়েছেন, যে দলিত সমাজ, রাজনীতি দেখিয়েছিলেন তা একই থাকবে। তবে সিনেমার প্রয়োজনে নির্দিষ্ট কিছু যোগ-বিয়োগ হবে।
আগামী ১৪ই জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।