১ অক্টোবর তবে জন্মদিন। কার? টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকারের। এবারের জন্মদিন আরও একটু বিশেষ, বিয়ের পর এটাই যে তাঁর প্রথম বার্থডে। কিন্তু এবার এই বিশেষ দিনের আনন্দে যেন ভাঁটা পড়েছে! নেপথ্যে আরজি কর কাণ্ড। তাহলে জন্মদিনের দিন কীভাবে কাটালেন তিনি?
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে পেতেই মহাগুরুর 'নম্রতা'র ঝলক পোস্ট বিজেপির অমিত মালব্যর! পুরোনো ভিডিয়োতে কী বলেছিলেন মিঠুন?
জন্মদিনে কী করলেন সোহিনী এবার?
এবারের জন্মদিনে আনন্দের বদলে মন ভারাক্রান্ত সোহিনী সরকারের। তাই এবার তেমন কোনও সেলিব্রেশন করছেন না তিনি। তাঁর এবং শোভনের বর্তমান বসত বাড়ি যেটা সেখানেই রয়েছেন গোটা দিন। সেখানেই তাঁর মা এবং শোভনের বাবা মায়ের উপস্থিতিতে ঘরোয়া ভাবে খাওয়া দাওয়ার মাধ্যমেই কাটালেন। আসছেন না এবার কোনও বন্ধু। একেবারে নিজের মতো করেই এই দিনটা কাটাচ্ছেন তিনি। নেপথ্যে আরজি কর কাণ্ড।
আরও পড়ুন : একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক
৯ অগস্ট শহরের বুকে যে ন্যক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে সেটার প্রতিবাদে বারংবার পথে নেমেছেন সোহিনী। সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। সহ্য করেছেন বহু কটাক্ষ। সব কিছুকে উপেক্ষা করে তিনি আরজি করের সেই তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে সরব হয়েছেন। জানিয়েছেন তিনি এই দেশে মা হতে চান না। এবার উৎসবেও সামিল হতে চান না। কেবল উৎসব নয়, পুজোর মুখে তাঁর জন্মদিনেও তাঁকে তাই সেই অর্থে কোনও আনন্দ করতে দেখা গেল না।
আরও পড়ুন : ডোনেশন নয়, মেধার জোরেই ডাক্তার হয়েছেন কিঞ্জল! অনিকেতের আক্রমণের পর প্রকাশ্যে আনলেন WBJEE -র র্যাঙ্ক