আরজিকর হাসপাতালের সেমিনার হলে এক কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে। তবুও আক্রোশ কমছে না। চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল নির্যাতিতা তরুণী।
রাত ২টোর পর কীভাবে সকলের নজর এড়িয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সেমিনার রুমে পৌঁছে গিয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সুর চড়িয়েছেন শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। কিন্তু শনিবার সন্ধ্যা অবধি আরজি কর ইস্যুতে সোহিনীর সরকারের সোশ্যাল মিডিয়ার দেওয়াল ছিল ফাঁকা। বরং সেজেগুজে নববধূর বেশে ছবি দিলেন অভিনেত্রী।
এতেই খানিকটা অবাক হন নায়িকার ভক্তরা, অনেকে ক্ষুব্ধও হন রুপোলি পর্দায় নারীদের অধিকার নিয়ে সরব হওয়া সোহিনীকে ঘিরে। এক নেটিজেন সোহিনীকে রীতিমতো তুলোধনা করেন। কারণ ‘আরজি কর ইস্যু’ নিয়ে সোহিনীর পোস্টে করা মন্তব্য় ‘ডিলিট’ করা হয় বলে অভিযোগ তাঁর।
এরপর সেই জনৈক লেখেন, 'নায়িকা সোহিনী সরকার। ওনার কাজ আমার খুব পছন্দ ছিল। মানুষ হিসাবেও খূব শ্রদ্ধা করতাম। ওনার দূর্গা সহায় সিনেমা ও সম্পূর্ণা ওয়েব সিরিস দারুণ লেগেছে। কিন্তু কাল বুঝেছি, সবটাই অভিনয়। উনি চমক লিখে একটা ছবি পোস্টিয়েছেন সেজেগুজে। তখন মনে হল, এখন ইচ্ছে করল এরম ছবি দিতে? বললাম তোমায় খুব পছন্দ করি গো, কিন্তু এরম সময় এত একটা বার্নিং ইস্যু নিয়ে এক লাইনও বললে না? এই ছবি দিলে এই সময়? কমেন্টটা যথারীতি ডিলিট হল। পছন্দের অভিনেত্রী যে আসলেই অভিনেত্রী হিসাবে খুবই ভাল সেটাতে কাল আবার কনভিন্স হলাম। পর্দায় 'সম্পূর্ণা'য় উনি যে শুধু অভিনয়ই করেছেন কাল টের পেলাম।'
সোহিনী এই মন্তব্যের জবাব না দিলেও সোহিনীর হয়ে মুখ খোলেন তাঁর পিআর ম্যানেজার। সোহিনী আপ্ত সহায়ক সায়নী বলেন, সোহিনী এই মুহূর্তে দেশের বাইরে আছেন। ওঁর প্রোফাইলে এই পোস্টটি আগে থেকে শেডিউল করা ছিল, যা করেছে তাঁর টিম। সোহিনী এবং তাঁর গোটা টিম আর জি করের ঘটনা নিয়ে সরব এবং উদ্বিগ্ন। অভিনেত্রীকে ভুল না বোঝার আবেদনও জানান সায়নী।
ট্রোলিং-এর মুখে পড়ার পর অবশ্য সোহিনী সরকারের ইনস্টাগ্রাম স্টোরিতে আরজি কর ইস্যুতে একাধিক পোস্ট উঠে এসেছে। নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে সরব হয়েছেন অভিনেত্রী।
চিকিৎসক খুন ও ধর্ষণের নৃশংস ঘটনার ২ দিন পর অপসারিত আরজি করের সুপার। আপাতত সঞ্জয় বশিষ্ঠের স্থানে এই দায়িত্ব সামলাবেন ডঃ বুলবুল মুখোপাধ্যায়। তিনি হাসপাতালের ডিন।