রুপোলি পর্দায় প্রথমবার জুটিতে সোহিনী-বিক্রম। মুক্তি পেয়েছে ‘অমর সঙ্গী’। হরর কমেডি জঁর ছবি এটি। যেখানে প্রেম আছে, সঙ্গে আছে কিছু ভৌতিক এলিমেন্টও। সোহিনী-বিক্রমের বন্ধুত্বটা অনেকদিনের, তবে জুটিতে প্রথমবার। বছরের প্রথম রিলিজ দুজনেরই। অমরসঙ্গী নিয়ে দারুণ উত্তেজিত। আরও পড়ুন-‘রচনাদির ভেজ থালি’ বেচছে ‘দিদি নং ১’ খ্যাত কাঁচরাপাড়ার শিলাদি, ফুটপাত নয় AC রেস্তোরাঁয় খান মাত্র ৩৯ টাকায়
সহ-অভিনেতার চুল নিয়ে খুঁতখুঁতানি দাগ কেটেছে সোহিনীর মনে। ওদিকে ‘সাবলীল’ অভিনেত্রী সোহিনীতে মুগ্ধ বিক্রম। অমরসঙ্গী সোহিনীর জীবনের খুব স্পেশ্যাল ছবি। কারণ হিসাবে নায়িকা বললেন, তাঁর বাস্তবজীবনের সম্পর্কের কথা।
এই ছবির সঙ্গে জুড়ে রয়েছে শোভন-সোহিনীর প্রেম। আনন্দবাজারকে নায়িক জানান, ‘এই ছবিটার সময়ই শোভনের সঙ্গে আলাপ, প্রেম। ইনফ্যাক্ট বিক্রমই প্রথম জানতে পেরেছে আমাদের প্রেমটার কথা’। বিক্রম ফাঁস করলেন, এই ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনে নাকি সোহিনীর অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকতেন শোভন। বিক্রম এখনও খুঁজে চলেছেন নিজের অমরসঙ্গী। সোহিনী অবশ্য এখন বিবাহিত। নায়িকার কথায়, ‘অল্পদিনের পরিচয়ে প্রেম, তারপরেই বিয়ে করে নিয়েছি। তাই আমার প্রেমটা এখনই হচ্ছে।’ এককথায়, কিছু বোঝবার আগেই বিয়েটা সেরে ফেলেছেন দুজনে।
কেমন কাটছে শোভন-সোহিনীর দাম্পত্য? সাবধানী উত্তর সোহিনীর। বললেন, ‘এখনই বেশি কিছু বলব না। কয়েকটা বছর যাক’। তবে শাশুড়ি মায়ের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে অকপট নায়িকা। বললেন, ‘আমার সংসারে শাশুড়ি-বৌমার রসায়নটা আলাদা। বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কী আছে, কী রান্না হল সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করেদি। এই বাড়িতে আমার মা, আর ওই বাড়িতে আমার শাশুড়িমা আমাকে ভয় পায়। শোভন তো বলে কে শাশুড়ি, কে বউমা বোঝবার উপায় নেই’।
অমরসঙ্গীতে পুরনো প্রেম ফিরে আসার কথা বলা হয়েছে। কিন্তু প্রাক্তন প্রেম নিয়ে সোহিনীর ভাবনা খানিক অন্য। তিনি জানিয়েছেন, ‘পুরনো কোনও কিছু আমি আঁকড়ে বাঁচতে পছন্দ করি না। যা গিয়েছে, তা যাক। যা হয়েছে, সেটা আমাদের দু’জনের জন্যই ভাল। দেখুন, কী কারণে বিচ্ছেদ হয়েছে, তার উপর নির্ভর করে বন্ধুত্ব থাকবে কি না।' নায়িকা আরও জানান, অনেক প্রাক্তনের সঙ্গেই তাঁর বন্ধুত্ব টিকে রয়েছে, তাঁদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজও করছেন তিনি। তবে সম্পর্ক যদি তিক্ততা থেকে শেষ হয়, তাহলে কোনওদিন প্রাক্তনকে হয়তো ক্ষমা করতে পারবেন না সোহিনী। তাঁর ইশারা কি রণজয়ের দিকে? তা অবশ্য স্পষ্ট করেননি নায়িকা।