গত ১ অক্টোবর ছিল সোহিনী সরকারের জন্মদিন। তবে দূর্গাপুজোর মধ্যে জন্মদিন পরে যাওয়ায় সেইভাবে সেলিব্রেশন করা হয়নি। যারা শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন, তাদেরকেও পাল্টা ধন্যবাদ জানানো হয়নি সেই সময়। তাই এবার একটি পোস্ট করে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তাও জানালেন অভিনেত্রী।
সোহিনী তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘১ অক্টোবর জন্মদিন উপলক্ষে বহু মানুষ শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এই মায়া, ভালোবাসাটুকু পাওয়ার জন্যই বেঁচে থাকা, কাজ করা, ভালোর পাল্লাকে ভারী করার তাগিদ।’
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
অভিনেত্রী আরও লেখেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার ঝুলি ভরে উঠুক, ভালো-মন্দ সবকিছু সহজে মেনে নেওয়া ধৈর্য বাড়ুক অন্তরে, বিশ্বাস যেন হারিয়ে না ফেলি। শুভ বিজয়া সবাইকে। প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, মা আবার এসো, অপেক্ষায় থাকবো।’
সোহিনীর জন্মদিনে একটি ছবি পোস্ট করে স্বামী শোভন লিখেছিলেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জন্মদিন।’
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
২০২৪ সালের জুলাই মাসে সোহিনী সরকারের গলায় মালা দেন শোভন। বিয়ের পর এটি ছিল তাঁদের দ্বিতীয় দুর্গাপুজো। মহানবমীর দিন ছিল সোহিনীর জন্মদিন। এই বছর মায়ের আরাধনা করার পাশাপাশি জন্মদিনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তাঁরা। এটাই তো পরম প্রাপ্তি।
প্রসঙ্গত, সোহিনী সর্বশেষ অভিনয় করেছেন ‘রঘু ডাকাত’ ছবিতে। এই ছবিতে গুঞ্জা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচারের স্বার্থে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে দেখা দিয়েছে সোহিনী, দেব এবং ইধিকাকে।