টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। তবে ব্যক্তিগত জীবনে তিনি এই মুহূর্তে সদ্য বিবাহিতা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অভিনেত্রী সোহিনী সরকারের কথাই বলছিলাম। আর বিয়ের পর ১ অক্টোবর ছিল সোহিনী সরকারে প্রথম জন্মদিন। আর এই জন্মদিনটা কীভাবে কাটিয়েছেন সোহিনী? তার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
জন্মদিনে নিজের বাড়ির কাছে এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোহিনী সরকার। তাঁর সঙ্গী হয়েছিলেন তাঁরই পরিবারের কয়েকজন সদস্য। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সোহিনী। পরিবারের সদস্যদের সঙ্গে মন্দিরের আঙিনায় বসে ছবিও তুলেছেন। আর বিয়ের পর অন্যরকম জন্মদিনের সেই মুহূর্তটিই নিজের ফেসবুকের পাতায় পোস্ট করে সোহিনী লেখেন, ‘আমাদের বাড়ির কাছে মায়ের মন্দির, খুব সুন্দর পরিবেশ... ১লা October জন্মদিন উপলক্ষে পুজো দিতে গেছিলাম ... বহু মানুষ ভালোবাসা জানিয়েছেন, স্নেহ দিয়েছেন , আশীর্বাদ করেছেন ... সবার জন্য একরাশ ভালোবাসা , প্রণাম ... ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন …।’
আরও পড়ুন-দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির?
সোহিনী সরকারের এই পোস্টে তাঁকে আরও একবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটনাগরিক। অনেকেই সেখানে আটপৌরে জীবনযাপনের জন্য সোহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার তারই মধ্যে কেউ কেউ উৎসবে যোগ দিয়েছেন বলে আক্রমণ করতেও ছাড়েননি।
আরও পড়ুন-দিন ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে গিয়েছিল, মিঠুন দাদাসাহেব ফালকে জেতায় কী বললেন মমতা শঙ্কর?
প্রসঙ্গত আরজি কর কাণ্ডের পর প্রতিমুহূর্তে পথে নেমে সোচ্চার হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। এমনকি পুজোতে থাকলেও উৎসবে তিনি নেই বলেই সাফ জানিয়েছিলেন। তবে শুধু দুর্গোৎসবই নয়, এবার নিজের জন্মদিনটাও নেহাতই একান্তে পরিবারের সঙ্গেই সেলিব্রেট করেছেন সোহিনী। জানা যাচ্ছে, আরজি কর আবহে এবারে জন্মদিনে কোনও ঘটা বা সেলিব্রেশন আলাদা করে ছিল না। এবার অভিনেত্রী স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের বর্তমান বসত বাড়িতেই ছিলেন গোটা দিন। সেখানেই তাঁর মা এবং শোভনের বাবা মায়ের উপস্থিতিতে ঘরোয়া ভাবেই খাওয়া-দাওয়া সেরেছেন।