আরজি করের প্রতিবাদে সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানেই এদিন হাজির ছিলেন সোহিনী সরকার। এদিন বক্তব্য রাখতে উঠে অভিনেত্রী সাফ জানিয়ে দেন তিনি সন্তান চান না। কারণটাও স্পষ্ট করে দেন।
আরও পড়ুন: 'না অনুমতি আছে, না অধিকার', কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলতেই কঙ্গনার মতের বিরোধিতা বিজেপির
কী বললেন সোহিনী?
সোহিনী সরকার এদিন তাঁর বক্তব্যে বলেন, 'আমি কাঁদতে চাই না। কাঁদতে গেলেই কেমন যেন শরীর ছেড়ে দিচ্ছে। আমি চাই এই কান্নাটাকে জমাতে। এটাকে জমিয়ে রেখে অনেক দূর যেতে চাই। তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি ঠিকই, কিন্তু আবার মনে পড়ে যাচ্ছে এই দেশে, এই রাজ্যেই তো থাকতে হবে। কাজও করতে হবে। সবসময় মনে একটা ভয়, একটা সংশয় কাজ করছে।'
আরও পড়ুন: আবদার যেন থামেই না! ইমন - জাভেদদের আর্জিতে সা রে গা মা পা -এ পরপর রফির গানে মঞ্চ মাতাল ছোট্ট অনীক
তিনি এদিন আরও বলেন, 'আমার সদ্যই বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি সেদিন বললাম মা হবো? কোন দেশে মা হবো? আমার সন্তানকে পৃথিবীতে এনে এরম দেশে রেখে যেতে আমি চাই না। আমি আমার সন্তানকে এমন একটা দেশে আনতেই পারব না।' প্রসঙ্গত সোহিনী সরকারের সঙ্গে শোভন গঙ্গোপাধ্যায়ের সম্প্রতি বিয়ে হয়েছে। এক বছর চুটিয়ে প্রেম করার পর জুলাই মাসে তাঁরা গাঁটছড়া বেঁধেছেন।
আরও পড়ুন: 'ছেলেদের এবার শেখাতে হবে...' আরজি কর কাণ্ডে অবশেষে পথে নেমেই পুরুষদের জন্য বিশেষ বার্তা দেবের
আরজি করের চিকিৎসকদের প্রসঙ্গে কী বললেন সোহিনী?
এদিন সোহিনী সরকার কথা বলতে গিয়ে আরজি করের চিকিৎসক বা বহু চিকিৎসকদের প্রসঙ্গেও কথা বলেন। তাঁদের নিয়ে তাঁর মধ্যে যে ভয় রয়েছে সেটাও ব্যক্ত করেন। বলেন, 'আমরা যদি আজ আন্দোলন থামিয়ে দিই ওরা ভালো থাকবে না। ওদের ফেল করিয়ে দেওয়া হবে। বা বদলি করে দেওয়া হবে। এদিকে সামনেই পুজো। তাই ভয় লাগছে, আমরা যেন পুজোর আনন্দে মেতে সবটা ভুলে না যাই।'