গুঞ্জনের অবসান। সামাজিক ভাবে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। তাঁদের বিয়ের মুহূর্তের ছবি এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। তারপরই এক এক করে প্রকাশ্যে আসতে থাকে তাঁদের বিয়ের অন্যান্য ক্লিপ।
সোহিনী শোভনের নাচ
বিয়ের পরই নতুন কনেকে বরের হাত ধরে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। এদিন মালা বদল সেরেই শোভনের হাত ধরে জমিয়ে নাচতে শুরু করেন। তাও ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির গানে। চোখ তুলে দেখ না কে এসেছে গানে নাচ করেন তাঁরা। বউয়ের সঙ্গে ঠুমকা লাগান শোভনও।
সোহিনী এবং শোভনের আংটি বদল
কেবল নাচ নয়, এদিন আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সোহিনী এবং শোভনের বিয়ের যেখানে তাঁদের পরিবারের উপস্থিতিতে একে অন্যকে আংটি পরাতে দেখা যাচ্ছে।
সোহিনী এবং শোভনের বিয়ে
সোহিনী সরকার এদিন নিজেই তাঁদের বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনলেন। জানালেন তাঁদের সম্পর্কের অজানা কথাও। দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তাঁরা গাঁটছড়া বাঁধলেন সেই কথাই এই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন তিনি।
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
সোহিনী একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'দেখা হওয়ার এক বছরে / একই সাথে একই ঘরে।' বিয়েতে সোহিনী পরেছিলেন পেয়াঁজি রঙের বেনারসি এবং সাদা ব্লাউজ। সঙ্গে সোনালি চোকার, তিন থাক হার, ঝুমকো পরেছিলেন। বাদ যায়নি তাঁর পছন্দের নোলক। টিকলিও পরেছিলেন এদিন অভিনেত্রী। খোঁপা সাজিয়েছিলেন জুঁই ফুলের মালায়। অন্যদিকে শোভন গঙ্গোপাধ্যায় এদিন সাদা পঞ্জাবি পরেছিলেন। তাঁদের দুজনের গলায় বেল ফুলের মালা দেখা যায়। আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউজে এদিন তাঁদের বিবাহ বাসর বসেছিল। সেখানেই তাঁদের কখনও পুকুর পাড়ে কখনও সিঁদুরদানের পর নানা পোজে ছবি তুলতে দেখা গিয়েছে।একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তাঁর গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভন গঙ্গোপাধ্যায়কে।