বঙ্গ সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন টলিউডের একাধিক তারকারা। তালিকায় আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। এদিন তাঁদের আমেরিকার নৈশ জীবন উপভোগ করতে দেখা গেল পুরোদমে।
আমেরিকায় নাইট ক্লাবে সোহিনী-স্বস্তিকারা
বর্তমানে NABC তে যোগ দিতে আমেরিকার শিকাগো শহরে গিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। এদিন সেই পর্ব মিটতেই সেখানকার নৈশ জীবন উপভোগ করতেই তাঁরা একটি নাইট ক্লাবে গিয়ে জমিয়ে পার্টি করেন। চলে উত্তাল নাচ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের সেই ভিডিয়ো রীতিমত ভাইরাল।
এদিনের এই নাচের ভিডিয়ো শ্রাবন্তী তাঁর মুঠোফোনে বন্দি করেন। সেলফি ক্যামেরায় তাঁদের ছবি তোলার পাশাপাশি, ভিডিয়ো করেছেন। নাইট ক্লাবের ঝিনচ্যাক আলো এবং গানের তালে তালে তাঁদের দুলতে দেখা যায়। ভিডিয়োর একটি জায়গায় স্বস্তিকাকে চুমু খেতে দেখা যায় পর্দার হবু দেবী চৌধুরানীকে।
প্রসঙ্গত এবার তিন দিন ধরে আমেরিকার বঙ্গ সম্মেলনে অর্থাৎ NABC চলে। ৪, ৫, এবং ৬ জুলাই অনুষ্ঠান হয়। সেখানে এবার অংশ নেন টলিউডের একটা বড় অংশ। সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, উজান গঙ্গোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম শীল, লহমা ভট্টাচার্য, মমতা শঙ্কর, প্রমুখ এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দেখা গিয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।