বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী হলেন সোহিনী সরকার। আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি অথৈ। অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তাঁকে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে। এর মাঝেই শোনা যাচ্ছে সোহিনী সরকার নাকি অথৈ মুক্তির এক মাসের মাথাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ফলে ছবির প্রচারের পাশাপাশি তিনি এখন তাঁর বিয়ের তোড়জোড় নিয়েও ভীষণ ব্যস্ত।
সোহিনী এবং শোভন প্রসঙ্গে
সোহিনী সরকার দীর্ঘদিন রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সম্পর্ক ভাঙার পরই তাঁর নাম জড়ায় শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের একাধিক অনুষ্ঠান, পার্টিতে একত্রে দেখা গিয়েছে নানা সময়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। এখনও যে বিশেষ কথা বলছেন সেটা নয়। তবে তাঁদের কিছু ট্রিপের ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলেন তাঁদের অনুরাগীরা। এরপরই শুরু হয় তাঁদের বিয়ের চর্চা। প্রথম জানা গিয়েছিল জুলাই অথবা নভেম্বর মাসে তাঁরা গাঁটছড়া বাঁধবেন। কিন্তু এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে ১৮ জুলাই ছাদনাতলায় যাবেন এই তারকা জুটি।
ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। সোহিনী নাকি বিয়ের জন্য একটি তিন লাখের হারও অর্ডার দিয়ে ফেলেছেন।
অন্যদিকে শোভন গঙ্গোপাধ্যায় এর আগে ইমন চক্রবর্তী এবং স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন। কোনও সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। তবে এবার তিনি সোহিনীর হাত ধরে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলেই খবর।
অথৈ প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অর্ণ মুখোপাধ্যায়। ক্রিয়েটিভ পরিচালক হলেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিটির প্রযোজনা করেছে এসভিএফ। অথৈ আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারকে। এটি নটধার দারুণ জনপ্রিয় নাটকের সিনেমাটিক ভার্সন হতে চলেছে।