বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohum Shah: খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'! গল্পে কী চমক থাকবে? জানালেন অভিনেতা সোহম শাহ

Sohum Shah: খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'! গল্পে কী চমক থাকবে? জানালেন অভিনেতা সোহম শাহ

সোহম শাহ

'তুম্বাদ'-এর প্রতি দর্শকদের এই ভালোবাসা দেখে অভিনেতা পরিচালক সোহম শাহ এর সিক্যুয়াল ঘোষণা করেছেন। খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'। তিনি সিক্যুয়েলের গুরুত্ব কী তা জানান, সঙ্গে কীভাবে এটি 'স্ত্রী' এবং 'মঞ্জ্যা' থেকে আলাদা হবে তাও বলেন অভিনেতা।

'তুম্বাদ' হল ২০১৮ সালের একটি ছবি, লোককথা এবং ভৌতিক আবহে তৈরি এই ছবি ব্যাপক ভাবে দর্শকদের নজর কেড়েছিল। নির্মাতারা আবার ১৩ সেপ্টেম্বর ছবিটি পুনরায় রিলিজ করেছেন। আর এই রি-রিলিজেও ব্যাপক সাফল্যে অর্জন করেছে ছবিটি। এখনও পর্যন্ত 'তুম্বাদ'-এর প্রতি দর্শকদের এই ভালোবাসা দেখে অভিনেতা পরিচালক সোহম শাহ এর সিক্যুয়াল ঘোষণা করেছেন। খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'। তিনি সিক্যুয়েলের গুরুত্ব কী তা জানান, সঙ্গে কীভাবে এটি 'স্ত্রী' এবং 'মঞ্জ্যা' থেকে আলাদা হবে তাও বলেন অভিনেতা।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাডকের হরর কমেডি ইউনিভার্স দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 'তুম্বাদ ২' তৈরি করা কতটা কঠিন হবে? দর্শকদের মনে কি 'তুম্বাদ ২' জায়গা করে নিতে পারবে? তা জিজ্ঞাসা করা হলে, সোহম ছবিগুলির মধ্যে পার্থক্যের উপর জোর দিয়েছিলেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা

তিনি উল্লেখ করেছেন যে যদিও ছবিগুলি থিম একই রকম হতে পারে, কিন্তু ‘তুম্বাদ’ এই সব সিনেমাগুলির থেকে অনেকটাই আলাদা।

সোহম আরও জানান যে, 'তুম্বাদ' ঐতিহ্যগত লোককাহিনী, বা ঠাকুরমা দিদাদের কাহিনির উপর ফোকাস করে তৈরি করা একটি ছবি। বলা ভালো লোককথা ও কল্পনার সমন্বয়ে তৈরি হয়েছে এই সিনেমা। তাই সেই জায়গা থেকেই এই ছবি বাকি ছবিগুলির থেকে একেবারে আলাদা। তিনি ব্যাখ্যা করেছিলেন যে, অন্যান্য ছবিগুলি হরর বা লোককাহিনীর উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে, কিন্তু 'তুম্বাদ'- এর মতো একই ঐতিহ্যবাহী গল্প বলা বা সময়কালের গল্প বলা এর মধ্যে পড়ে না। তিনি বলেন, ‘তারা ঠাকুরমা দিদাদের কাহিনি তৈরি করছে না। আমাদের গল্প আধুনিক সময় ভিত্তিকও নয়।’ 

আরও পড়ুন: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

সোহমের মতে, ছবির সেট এবং এতে রাক্ষসকে দেখানোই এই ছবিকে সমসাময়িক ছবিগুলির থেকে আলাদা করে দেয়। অভিনেতা 'তুম্বাদ'- এর রি-রিলিজেও দর্শকদের এত ভালোবাসা পেয়ে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে। এই সাফল্যই সোহমকে সিক্যুয়াল নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে এবং তিনি সম্প্রতি একটি সংক্ষিপ্ত টিজারের মাধ্যমে এটি ঘোষণাও করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তাঁরা বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ করছেন, ইতিমধ্যেই স্ক্রিপ্ট চূড়ান্তও হয়ে গিয়েছে। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হলে ছবির কাজ শুরু হবে।

সোহম জানিয়েছেন, 'তুম্বাদ' মহারাষ্ট্রীয় লোককাহিনীতে নিহিত একটি ছবি। মূলত ওই রাজ্যের নানা প্রান্তেই ছবির শ্যুটিং হয়েছিল। সোহম এবং আনন্দ এল রাই প্রযোজক হিসাবে কাজ করার আগে এই প্রকল্পটি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল এবং সাময়িক ভাবে ছবির কাজ বন্ধও হয়ে গিয়েছিল।

'তুম্বাদ' ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহি অনিল বারভে, সহ পরিচালনার দায়িত্বে ছিলেন আদেশ প্রসাদ। রি-রিলিজের পর প্রথম দিনে ছবিটি প্রায় ১.৫০ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে। এটি মূল রিলিজ থেকে এই আয় প্রায় তিনগুণ।

বায়োস্কোপ খবর

Latest News

বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’ পুজোর আগে মাথা ভর্তি চুল চান? ট্রাই করুন এই তিন তেল, হাতেনাতে পাবেন রেজাল্ট ভারতে সংখ্যালঘুদের উপর 'অত্যাচার বাড়ছে', দাবি মার্কিন সরকারের রিপোর্টে লুচি নরম হচ্ছে না কিছুতেই? অষ্টমীর আগেই জেনে নিন একে লোভনীয় বানানোর টিপস পানিহাটিতে ১০০ ফুট উঁচু নজরকাড়া মণ্ডপ, প্রশাসনের সায় নিয়ে দানা বাঁধছে বিতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.