ছোট পর্দা থেকে দূরে সরেছেন বহু আগেই। ফের একবার বড়পর্দার হাত ধরে দর্শক দরবারে হাজির হতে চলেছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। ১০ জানুয়ারি শুক্রবারই বড়পর্দায় মুক্তি চলেছে 'ভাগ্যলক্ষ্মী'। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়েই ব্যক্তিগত নানান বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়।
শোলাঙ্কির ব্যক্তিগত জীবন বহুদিন ধরেই চর্চায় রয়েছে। ২০২৩ সালে তিনি নিজের বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন। তারপর কীভাবে কাটছে তাঁর জীবন? এবিষয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কনসেনট্রেট করছি তা নয়, ছোটবেলায় ভাবতাম, সম্পর্কই সব। যত বয়স বাড়ছে মনে হচ্ছে, জীবনে আরও অনেক কিছু আছে। সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ তবে ইটস পার্ট অফ লাইফ।’
এদিকে বিবাহ-বিচ্ছেদের পর শোলাঙ্কি রায়ের সঙ্গে অভিনেতা সোহম মজুমদারের প্রেম নিয়ে বহুবার নানান গুঞ্জন শোনা গিয়েছে। এমনকি তাঁরা একসঙ্গে একান্তে সিনেমা দেখতে গিয়েও ধরাও পড়েছেন। যদিও অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রেমের কথা সম্পূর্ণ অস্বীকার করেন সোহম। বলেন, শোলাঙ্কি আর আমি শুধুই ভালো বন্ধু। আর এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেও।
এই প্রেম নিয়ে ঠিক কী বলছেন শোলাঙ্কি?
অভিনেত্রীর উত্তর, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকজনের এত প্রশ্ন! এতে আমার আর বলার কিছুই নেই। আমরা বন্ধু।’ একই দিনে দুজনের ছবি মুক্তি নিয়ে সোহমকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি শোলাঙ্কি।
সাক্ষাৎকারে নিজের নামের অর্থ নিয়েও অনুরাগীদের কৌতুহল মিটিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী জানান, শোলাঙ্কি শব্দের আলাদা করে কোনও অর্থ নেই। তাঁর বাবা অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী থেকে নামটা রেখেছিলেন। সেখারকারই একটা গল্পে বাপ্পাদিত্য ও শোলাঙ্কি রাজকুমারীর সাম্রাজ্যের কথা ছিল। যে সাম্রাজ্যটি রাজস্থান ও গুজরাতের। তাঁদের পদবী ছিল শোলাঙ্কি। অভিনেত্রী বলেন অবনীন্দ্রনাথ ঠাকুর বানানটা তালব্য 'শ' দিয়ে লিখতেন, তাই তিনিও তাঁর নামের বানান সেভাবেই লেখেন।
প্রসঙ্গত, 'ভাগ্যলক্ষ্মী' ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। অভিনেত্রী জানান, তিনি সিনেমার প্রয়োজনে নিজে গাড়ি চালানোও শিখেছেন। একই সঙ্গে এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে ইনস্পায়ার হয়েছেন বলেও জানান শোলাঙ্কি।