তাঁর প্রাক্তন স্বামীর মতো ভালো মানুষ হয় না! ডিভোর্সের ঘোষণা দিয়ে এ কথাই জানিয়েছিলেন শোলাঙ্কি রায়। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ শোলাঙ্কি, তবে প্রায় বছর ঘুরতে চলল ছোটপর্দায় দেখা নেই তাঁর। বলা ভালো টেলিভিশন থেকে আপতত নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন নায়িকা। আরও পড়ুন-নগ্ন হয়ে ঘুরছেন ঋষভ! তেলুগু ছবিতে পা, ন্যুডিটি নিয়ে ছুঁৎমার্গ নেই নায়কের
মাস কয়েক ধরেই শোলাঙ্কির ঠিকানা আরব সাগর পার, মুম্বইতে ভাগ্য পরীক্ষার জন্য হাজির হয়েছেন নায়িকা। যদিও নিন্দকদের মতে প্রেমের টানে মায়ানগরীতে শোলাঙ্কি। তবে কারণ যাই হোক না কেন, ভাগ্য সেভাবে মুখ তুলে চায়নি এতদিন। কিন্তু এবার নাকি ভাগ্য দেবতা প্রসন্ন খড়ির উপর। খুব শীঘ্রই নতুন ইনিংস শুরু করবেন শোলাঙ্কি।
বলিউডের বিখ্যাত পরিচালক নীরজ পাণ্ডে বাংলার প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজের পরিকল্পনা করেছেন, সেখানেই নাকি থাকবেন শোলাঙ্কি। সিরিজের নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। শোনা গিয়েছে, নেটফ্লিক্সের এই সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ এবং জিৎ। পাশাপাশি সিরিজের জন্য প্রস্তাব গিয়েছে বাংলার অপর দুই দুঁদে অভিনেতা পরব্রত চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছেও। একঝাঁক প্রথম সারির তারকাদের মাঝে ছোটপর্দার খড়ির উপস্থিতি নিঃসন্দেহে বড় প্রাপ্তি নায়িকার কেরিয়ারে। তবে গোটা বিষয় নিয়ে এখনই স্পিকটি নট কেউ।
এর আগে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ তৈরি করেছিলেন নীরজ। ‘বেবি’ খ্যাত পরিচালক অ্যাকশন-থ্রিলার জঁরে সিদ্ধহস্ত। স্পাই থ্রিলারে তাঁর জুড়ি মেলা ভার, বাঙালি তারকাদের নিয়ে নীরজের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ঘিরে উত্তেজনা তুঙ্গে। গত ফেব্রুয়ারি মাসে ঘোষিত হয়েছে নেটফ্লিক্সের আসন্ন প্রোজেক্টের তালিকা। তখনই সামনে আসে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর নাম।
প্রসঙ্গত, স্টার জলসার 'ইচ্ছেনদী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি শোলাঙ্কির। টেলিভিশনের পাশাপাশি যিশুর নায়িকা হিসাবে ‘বাবা বেবি ও’ এবং বিক্রমের সঙ্গে ‘শহরের উষ্ণতম দিনে’তেও দেখা মিলেছে তাঁর। ওটিটি প্ল্যাটফর্মেও চুটিয়ে কাজ করেছেন শোলাঙ্কি। শোনা যাচ্ছে, জুন মাস থেকেই এই সিরিজের শ্যুটিং শুরু হতে পারে কলকাতায়।
শোলাঙ্কি নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। ২০১৮ সালের গোড়ায় স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি দেন। বছর খানেক পর ফিরে আসেন তিনি, এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত। মাঝে শোনা গিয়েছিল আর একসঙ্গে থাকেন না শোলাঙ্কি-শাক্য। চলতি বছর মার্চের শুরুতে ডিভোর্সে সিলমোহর দেন নায়িকা। বলেন, ‘হ্য়াঁ, আমি ডিভোর্সি। এটা আলোচনা করার মতো বিষয় নয়। আমি কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি। প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা, তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা। আর এটা খুব শান্তিপূর্ণ একটা বিচ্ছেদ। এই ঘটনায় আরও একটা মানুষের পরিবার জড়িয়ে, তাই এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ আমার পেশার বোঝাটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না’।