বেশ কিছুদিনের মধ্যেই স্টার জলসা এবং জি বাংলায় এসেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের মধ্যেই একটি হল স্টার জলসার ‘ও মন দরদিয়া’। ধারাবাহিককে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণিতা দাস।
তবে শুধু রণিতা একা নন, বড় পর্দার অনেক অভিনেতা-অভিনেত্রী এখন ফিরছেন ছোটপর্দায়। স্টার জলসার অন্য একটি ধারাবাহিকে ইতিমধ্যেই অভিনয় করতে দেখা গিয়েছে মধুমিতা সরকারকে। তবে শুধু রণিতা একা নন, এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
তবে অন্য ধারাবাহিকের মত এই ধারাবাহিককেও রয়েছে খল চরিত্র। সিনেমায় মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফাহিম মির্জাকে। খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন তনুকা চট্টোপাধ্যায়। তনুকা শেষ অভিনয় করেছিলেন ‘কথা’ ধারাবাহিকে, যদিও এর আগে নেতিবাচক এবং ইতিবাচক দুটি চরিত্রই অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
তবে এই ধারাবাহিকে খলনায়িকার সংখ্যা দুই। তনুকার পাশাপাশি ধারাবাহিকে ধূসর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। এর আগে বহু ধারাবাহিক নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই ধারাবাহিকে সোমাশ্রী খলচরিত্রে অভিনয় করলেও তিনি ঠিক কোন চরিত্র নিয়ে আসে সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
সোমাশ্রী এর আগে বহু ধারাবাহিকের অভিনয় করলেও ‘উড়ান’ সিরিয়ালে ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি। তবে এবার রণিতার সঙ্গে তিনি কতটা তালে তাল মিলিয়ে অভিনয় করতে পারবেন সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ধারাবাহিকের যে প্রমো প্রকাশ্যে এসেছে তাতে রণিতাকে একজন গর্ভবতী মেয়ের চরিত্রে দেখতে পাওয়া যায়। স্বামীর লাঞ্ছনার শিকার হয়ে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয় সে। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সে যখন মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক তখনই তাকে বাঁচায় বিশ্বজিৎ ঘোষ অভিনীত চরিত্রটি।
আগামী ৭ অক্টোবর থেকে প্রতিদিন ঠিক সন্ধে সাতটায় স্টার জলসায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। বহুদিন বাদে রণিতাকে ছোট পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।