বাংলা নিউজ > বায়োস্কোপ > সামনেই বিয়ে ‘রানি রাসমণি’-র এই অভিনেত্রীর, আইবুড়ো ভাত খাওয়াল জগদম্বা রোশনি

সামনেই বিয়ে ‘রানি রাসমণি’-র এই অভিনেত্রীর, আইবুড়ো ভাত খাওয়াল জগদম্বা রোশনি

সোমাশ্রী ভট্টাচার্যকে আইবুড়ো ভাত খাওয়ালেন রোশনি। 

সোমাশ্রী ভট্টাচার্যর বিয়ে সামনে। আর নিজের ‘করুণাময়ী রানি রাসমণী’ সহ-অভিনেতাকে বাড়িতে ডেকে আইবুড়ো ভাত খাওয়ালেন রোশনি ভট্টাচার্য।

টলিপাড়ায় এখন যেন বিয়ের হিড়িক লেগেছে। হৃতজিৎ চট্টোপাধ্যায়-অর্পিতা তিওয়ারি, তিতাস ভৌমিক-স্নেহাশিস দাসের পর বিয়ে করতে চলেছেন আরেক অভিনেত্রী। টিভি জগতের পরিচিত মুখ এই নায়িকা। একাধিক মেগায় কাজ করেছেন। কথা হচ্ছে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যকে নিয়ে। কাসার্স বাংলায় ‘শুভ দৃষ্টি’ দিয়ে পা রাখা এই অভিনেত্রী জলদি বসবেন বিয়ের পিঁড়িতে। হবু বরের নাম শুভজিয় রায়। আপাতত বিয়ের আগের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আছেন সোমাশ্রী। আর তার মাঝেই চলছে আইবুড়ো ভাত খাওয়ার কাজটাও।

অভিনেত্রী রোশনি ভট্টাচার্য আর তাঁর স্বামী তূর্য সেনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক সোমাশ্রীর। এদের প্রায়ই দেখা যায় একসঙ্গে পার্টি করতে। রোশনি-তূর্য এবার আয়োজন করে ফেলেছিলেন জলদি বিয়ের পিঁড়িতে বসতে চলা এই জুটির জন্য। জিভে জল আনা নানান পদ রান্না করা হয়েছিল এদিন।

কাজের সূত্রে সোমাশ্রী কিছুদিন আগেই শেষ করেছেন ‘ইকির মিকির’-এর কাজ। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে সোমাশ্রীকে। তার আগে দুর্গাপুর নিবাসী এই অভিনেত্রী, নাচের মঞ্চ থেকে পরিচয় পেলেও, দর্শক মনে জায়গা করেছিলেন ‘রানি রাসমণি’ দিয়ে। সেখানেই জগদম্বার চরিত্রে অভিনয় করতেন রোশনি। সেখান থেকেই আলাপ-বন্ধুত্ব। ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকেও দেখা মিলেছে সোমাশ্রীর।

 

বন্ধ করুন