আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে অনেক তারকাই পথে নামার ডাক দিয়েছেন। ইমন চক্রবর্তীও সেরকমই একটি পোস্ট করেছিলেন। আর তাতেই তিনি পড়েন এক নেট-নাগরিকের কটাক্ষে। সেই ছেলেটি শুধু গায়িকাকে নিয়ে অপমানজক মন্তব্যই করেননি, বরং ছবিকে এডিট করে জোকার বানানো হয়েছে।
দেখা গেল ইমন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে তোলা একটি ছবিকে এডিট করা হয়েছে। জোকারের চোখ-মুখ ইমনের মুখের উপর বসানো। সেই ছবিটি শেয়ার করে নিলেন গায়িকা নির্ভয়ে। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘দারুণ কাজ করেছ ভাইটি। মুখে রং এমনিই লাগাই। তোমার আলাদা করে না লাগালেও চলত। বাড়ির শিক্ষাগুলোকে কাজে লাগিও ভাই। আমি থাকব আজকে যাদবপুরে। কোনও পতাকা নিয়ে নয়। মেয়েদের সুরক্ষার দাবিতে।’
আরও পড়ুন: ‘যেন একদিনের পিকনিক না হয়…’! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মেয়েরা রাস্তায়, সচেতন করলেন সুদীপ মুখোপাধ্যায়
‘গুণী ছেলেটির প্রোফাইলের লিঙ্ক দিলাম। যদি কেউ আমার পাশে দাঁড়াতে চান, দাঁড়াতে পারেন। তবে না চাইলে নয়। এটা অসম্মান। চরম অসম্মান।’, আরও লেখেন ইমন।
আরও পড়ুন: ‘শর্টস পরে হাঁটব, আমিও কি তাহলে ধর্ষণযোগ্য’! আরজি কর-কাণ্ডে ফুঁসে উঠলেন শ্রীলেখা
এতে এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘মমতা ব্যানার্জ্জীর পাশে দাঁড়িয়ে ছবি তোলা এখন সামাজিক অপরাধের পর্যায়ে ফেলে দিচ্ছেন অনেকেই... কি আর হবে, তবে এখন যে লড়াইটা লড়ছেন সেটা কিন্তু নিজের নিরাপত্তার তাগিদে সবাই লড়ছে।’ দ্বিতীয়জন মন্তব্য করেন, ‘এরকম জঘন্য মানসিকতার মানুষকে ধিক্কার জানাই। ছিঃ।’ তৃতীয়জন লেখেন, ‘সামাজিক ধর্ষক এরা। এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। প্লিজ সকলে প্রতিবাদ করুন।’
চতুর্থজন লেখেন, ‘আমি একটা বাজে কথা কাউকে বলে দিলাম।যাকে বলা হোল সে কখনো ছোট হয়ে যায় না। যে বলে, যার মুখ দিয়ে বলা হয় তার পরিচয়টাই স্পষ্ট হয়। শুধু তার নয়, কোন পরিবারের সন্তান সবাই জানতে আগ্রহী হয়।’
বুধবার রাত সাড়ে ১১টার পর গোটা বাংলা জুড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এমনকী, মেট্রো থেকে বাস, উবের-ট্যাক্সি সকলেই আজকে সারা রাতজুড়ে পথে থাকবে। যাতে সকলে মিলে সামিল হতে পারে প্রতিবাদে। আরজি করের প্রয়াত তরুণীর ধর্ষণ ও খুনের তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে।