চলছে সুপারস্টার সিঙ্গার সিজন ৩। বরাবরই এই রিয়েলিটি শো বিশেষ জনপ্রিয়তা পায় দর্শকদের মধ্যে। কচি-কাচাদের গলায় সুমধুর গান আকৃষ্ট করে দর্শকদের। সঙ্গে এই শো-র অন্যতম আকর্ষণ হল ৫ ক্যাপ্টেন। অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সলমন আলি, মহম্মদ দানিশ ও সায়লি কম্বলে।
ইন্ডিান আইডল ১২-তে প্রতিযোগী ছিলেন অরুণিতা, পবনদীপ, দানিশ ও সায়লিরা। সেই থেকেই বন্ধুত্ব। আর যার ফলে গোটা শো জুড়েই ভরা থাকে দুষ্টুমিষ্টি খুনসুটি। তারওপরে ইন্ডিয়ান আইডল থেকেই উঠেছিল অরুণিতা আর পবনদীপের প্রেমের গুঞ্জন। সেই রেশ রয়ে গিয়েছে সুপারস্টার সিঙ্গার ৩-এর মঞ্চেও।
আরও পড়ুন: কোটিপতি পরিবারের উত্তরাধিকারী হীরামান্ডির ‘আলমজেব’ শরমিন সেহগালের স্বামী, কে এই আমন মেহতা?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সুপারস্টার সিঙ্গারের। যেখানে দেখা যাচ্ছে, অরুণিতার এক অনুরাগী রীতিমতো হাঁটু মুড়ে বসে প্রপোজ করছেন অরুণিতাকে। হাতে তুলে দিচ্ছেন গোলাপ। আর এই মুহূর্তে মুখটা একেবারে ছোট হয়ে যায় পবনদীপের। অন্য ক্যাপ্টেনরা, বিচারক নেহা কক্কর ও হোস্ট হর্ষ লিম্বাচিয়া রীতিমতো মস্করা করতে থাকে। আর তারপরই দেখা যায়, গোলাপ হাতে নিয়ে অরুণিতা বলে বসছেন, ‘থ্যাঙ্ক ইউ ভাইয়া’। ব্যস, আর পায় কে! এক গাল হাসি পবনদীপের মুখে।
আরও পড়ুন: এতদিন ছিলেন কানাডার নাগরিক! প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার, ‘যোগ্য প্রার্থীকে..’
নিজেও অবশ্য ওই অনুরাগীর সঙ্গে মস্করা করার সুযোগ ছাড়েননি পবনদীপ। সেই ব্যক্তি অরুণিতার উদ্দেশে বলেন, ‘এত সংস্কারী, এত মিষ্টি হাসি। আমার মন জিতে নিয়েছে’। আর তাতে সায়লী বলেন, ‘পবনদা জুটি কেমন লাগছে?’ এতে পবনের কাছ থেকে জবাব আসে, ‘একদম ভালো না…’ তারপর খানিক থেমে বলেন, ‘এত দূরে দূরে থাকলে, কী করে বুঝব একসঙ্গে কেমন লাগছে?’
আরও পড়ুন: ২ বউ পায়েল-কৃতিকাকে নিয়ে এক বিছানায়, রয়েছে ৪ সন্তান! ইউটিউব থেকে কত কোটি আয় আরমান মালিকের?
পবনদীপের অরুণিতাকে নিয়ে এমন কথা শুনে সবার মুখ হাঁ হয়ে যায়। নেহা টিপ্পনী কেটে বলে ওঠে, ‘মুখে যাই বলো… হিংসে হচ্ছে বুঝেছি’। তারপরই পবনদীপ সেই ব্যক্তিকে সাবধান করে ফের বলতে লাগলেন, ‘না না কাছে যাওয়ার দরকার নেই, মস্করা করছিলাম’।
ইন্ডিয়ান আইডল ১২-এর ট্রফি জিতেছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা পবনদীপ রাজন। আর দ্বিতীয় স্থানে আসেন বনগাঁর মেয়ে অরুণিতা। দুজনে দেশে-বিদেশে একত্রে করেছেন একাধিক পারফরমেন্স। এমনকী, বেশ কিছু গানও রেকর্ড করেছেন দুজনে মিলে।